বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে অ্যাপল (Apple) তাদের নিজস্ব গাড়ি তৈরি করতে চলেছে। যাকে Apple Car বলা হলেও এই প্রোজেক্টের নাম তারা দিয়েছে প্রজেক্ট টাইটান (Project Titan)।মনে করা হচ্ছে খুব দ্রুতই এই বিষয়ে বিস্তারিত খবর পাব আমরা।
রিসেন্টলি অ্যাপলের নানান পেটেন্ট দেখে একটা ব্যাপার পরিষ্কার যে পুরোপুরি অটোনমাস কার তৈরীর উপর জোর দিতে চলেছে আপেল। তারই সাথে এই গাড়ি হবে ইলেকট্রিক চালিত। অর্থাৎ ড্রাইভার না থাকলেও নিজে নিজেই চলবে গাড়ি। আর ইলেকট্রিসিটি ব্যবহার করা হবে বলে পরিবেশ দূষণের পরিমাণও মাত্রাতিরিক্ত ভাবে কমে যাবে।
বিভিন্ন তথ্য সূত্র থেকে জানা যাচ্ছে যে অ্যাপেল বিখ্যাত অটোমেকার কিয়ার সাথে মিলে এই কার তৈরি করতে পারে। আবার আরও এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, Hyundai এর সাথে গাঁটছড়া বাঁধতে চলেছে অ্যাপেল এই ইলেকট্রিক ও স্বয়ংক্রিয় গাড়ি তৈরির জন্য।
এ বিষয়ে সম্পূর্ণ রকম ভাবে অফিশিয়াল কোন নিউজ আসেনি এখনও। তবে যে সমস্ত লিকস আমরা পাচ্ছি সেটা থেকে বিষয়টা ক্লিয়ার যে অ্যাপল যখন তাদের নতুন গাড়ি নিয়ে আসবে তখন বাজারে রীতিমতো শোরগোল পড়ে যাবে।
জেনে নিন : হুহু করে কমছে FAU-G গেমের Play Store রেটিং, কারণটা আপনাকে হতবাক করে দেবে
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে বাজারে টেসলার মতো জনপ্রিয় গাড়ির চাহিদা অনেক বেশি। আর ভারতেও এবার অফিসিয়ালি টেসলা তাদের যাত্রা শুরু করে দিয়েছে। তাই Apple Car-ও এলে কম্পিটিশন ভালোই হবে।
এর দাম কত হবে বলে আপনি মনে করেন ? সাধারণ মানুষের ধরা-ছোঁওয়ার মধ্যে থাকবে কি? সময়ই দেবে এই প্রশ্নের উত্তর।