ইউরোপের বাজারে Nokia 5.4 অলরেডি ঘোষণা করা হয়ে গেছে এবং রিলিজ হতে চলেছে ফেব্রুয়ারি 15 তারিখে। এবার ভারতের বাজারে এই নোকিয়া 5.4 লিস্ট হয়ে গেল Flipkart এ। ইতিমধ্যেই প্রোডাক্টের Coming Soon পেজ রেডি হয়ে গেছে। যদিও এখনও Specifications ও লঞ্চ ডেট সেই পেজে দেওয়া নেই। তবে মনে করা হচ্ছে ফেব্রুয়ারি 10 তারিখে এই স্মার্ট ফোন লঞ্চ হতে পারে ভারতে।
নোকিয়া 5.4 এর সম্ভাব্য স্পেসিফিকেসনস
Nokia 5.4 তে আপনি পাবেন 6.93 ইঞ্চ এর LCD ডিসপ্লে HD+ রেজুলিউশনের সাথে। প্রসেসসর থাকছে কোয়ালকম স্নাপড্রাগণ 632 । এই প্রসেসসর আমরা দেখেছিলাম রেডমি 9 পাওয়ারের ক্ষেত্রেও। আর তার সাথে পাবেন 4,000mAh এর ব্যাটারি।
কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে স্মার্টফোনে। যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেলের। সাথে 5 মেগাপিক্সেল এর Ultra Wide Angle Lens, 2 মেগাপিক্সেল এর Macro Camera, 2 মেগাপিক্সেল Depth Sensor থাকছে । আর সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের। তিনটি ভ্যারিয়েন্টসে এই স্মার্টফোন পাওয়া যাবে 4GB+64GB, 4GB+128GB ও 6GB+64GB।
জেনে নিন : এবার Apple তৈরি করতে চলেছে ইলেকট্রিক Car, চলবে নিজে নিজেই
ফ্লিপকার্ট এই স্মার্টফোন লিস্ট হয়ে গেলেও এখনও পর্যন্ত এর সঠিক লঞ্চ ডেট জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে ভারতে লঞ্চ করা হতে পারে এই স্মার্টফোনটিকে। বিস্তারিত আপডেট পেয়ে যাবেন আমাদের থেকে।