ভারতের বাজারে রেডমি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটি স্মার্টফোন Redmi 9 Power নামে।
কি বিশেষ ফিচার রয়েছে, এর দাম কত, সেল কবে সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই আর্টিকেলে। চলুন বিস্তারিত আলোচনা করি এই নতুন স্মার্টফোন নিয়ে।
কি কি ফিচার রয়েছে এই Redmi 9 Power স্মার্টফোনে ?
Redmi 9 Power স্মার্টফোন আপনি পাবেন Aura Power Design এর সাথে। প্রথমেই দেখা যাক এই স্মার্টফোনের ডিসপ্লে।
এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 16.58cm বা 6.53 Inch এর FullHD+ IPS Display যেটা অসাধারণ শার্প, ডিটেইল ও ক্লিয়ার ইমেজ এক্সপিরিয়েন্স দেবে আপনাকে।
আর তার সাথে Widevine L1 এর সাপোর্ট রয়েছে এতে।
এই স্মার্টফোনের ক্যামেরা হিসাবে আপনি পাবেন 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ।
যার মধ্যে পাবেন 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। এতে থাকছে কালার ফোকাস এর সুবিধা। যেখানে আপনি নিজের ফটো কালার করে ব্যাকগ্রাউন্ড করেনিতে পারবেন ব্ল্যাক এন্ড হোয়াইট।
সাথে থাকছে 8MP Ultra Wide Lens, 2MP Depth Sensor, 2MP Macro Lens ও 8MP AI Selfie Camera যার মধ্যে AI বিউটিফাই মোড রয়েছে।
এরপর আপনাকে বলব এই Redmi 9 Power স্মার্টফোনের Battery সম্পর্কে। ব্যাটারি নিয়ে প্রচুর ইন্টারেস্টিং আপডেট রয়েছে এই স্মার্টফোনে। এটি এখনো পর্যন্ত Redmi র তৈরি প্রথম 6000mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন।
আপনি পাবেন 695 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম, 13.5 ঘন্টার গেমিং ও 1080P রেজলুশনে 26 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাকের সুবিধা। যেটা বিশাল একটি ক্লেইম রেডমির তরফ থেকে।
শুধুমাত্র ব্যাটারি নয়। এখানে থাকবে 18W এর ফাস্ট চার্জিং সাপোর্ট। এবং বক্সের মধ্যে থাকছে 22.5 ওয়াট এর ফাস্ট চার্জার।
অবশ্যই এটা Reverse Charging সাপোর্ট করছে। এবং এর মধ্যে আল্ট্রা ব্যাটারি সেভার মোড ও থাকছে।
6000mAh এর ব্যাটারি দেওয়া হলেও এই স্মার্টফোনের ওজন মাত্র 198 গ্রাম।
এটা সম্ভব হয়েছে স্মার্টফোনের বডিতে Premium Metal Alloy ব্যবহার করা হয়েছে বলে।
Redmi ক্লেম করছে তাদের নতুন এই ব্যাটারি তে থাকছে অনেক বেশি চার্জিং সাইকেল এর সুবিধা।
অর্থাৎ অর্ডিনরি স্মার্টফোনে যেখানে আপনি 600 থেকে 700 চারজিং এর সুবিধা পান সেখানে আপনি এই Redmi 9 Power এ পাবেন 1000 চারজিং সাইকেল।
যেটা আদতে আপনার স্মার্টফোনের ব্যাটারি কে প্রায় তিন বছর পর্যন্ত হেলদি রাখতে সাহায্য করবে।
প্রায় নতুনের মতই কাজ করবে আপনার স্মার্টফোনের ব্যাটারি তিন বছর পর্যন্ত। যেটা একটা খুবই সুবিধাজনক হবে সাধারণ ইউজারদের জন্য।
স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন Stereo Speaker এর সুবিধা। যা Hi Res Audio সার্টিফাইড।
এখানে আপনার গেমিং থেকে শুরু করে মিউজিক এবং ভিডিও কলিংয়ের এক্সপেরিয়েন্সও খুব ভালো হবে ।
প্রসেসর হিসাবে এর মধ্যে থাকছে Qualcomm Snapdragon 662 Processor, 2.0 গিগাহার্জ পর্যন্ত ক্লক স্পিড পাবেন।
এবং 11mn টেকনোলজির ওপর ভিত্তি করে তৈরি।
এবার আসি স্টোরেজের সম্পর্কে । আপনি পাবেন 4 জিবি LPDDR4X RAM এবং 64 জিবি UFS 2.1 স্টোরেজ ও 128GB UFS 2.2 স্টোরেজের সাথে।
অবশ্যই এই স্মার্টফোনের AI Face Unlock এর সুবিধা থাকছে এবং তারই সাথে থাকছে সাইড মাউন্টেড Fingerprint Scanner । চারটি কালার ভেরিয়েন্ট এ এই স্মার্টফোন আপনি পাবেন। সেগুলি হল- Mighty Black, Blazing Blue Fiery Red, Electric Green ।
অন্যান্য সুবিধার মধ্যে এই স্মার্টফোনে আছে ন্যানো কোটিং অর্থাৎ Redmi 9 Power Splash Proof ! তার সাথে এই স্মার্টফোনে TUV Rheinland এর তরফ থেকে ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। এই সুবিধার জন্য চোখের ক্ষতি খুব কম হবে এই স্মার্টফোন থেকে।
পোর্ট গুলি Corrosion Proof । এছাড়াও পোর্ট গুলি রাবারাইজড, যা জল ঢুকে যাওয়া থেকে আপনার ফোনকে রক্ষা করবে।
সাথে এই ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিল্লা গ্লাস থ্রি প্রোটেকশন।
এতে পাবেন আপনি Auto Clean এর সুবিধাও। দিনের পর দিন যে ডাস্ট জমে যায় স্পিকারে সেগুলো আপনি সেটিংসে গিয়ে অটোমেটিক ক্লিন করে ফেলতে পারবেন।
আরও জানুন : কিভাবে হোয়াটসঅ্যাপ পেমেন্ট সেটআপ করবেন ? জেনে নিন বিস্তারিত
এছাড়াও এর মধ্যে USB Type C রয়েছে, IR ব্লাস্টার রয়েছে এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এছাড়াও Dual Sim Slots যেগুলি VOLTE ও VoWifi এনবলেড।
ডেডিকেটেড MicroSD Slot যেটা 512 GB পর্যন্ত Expendable এর সুবিধা তো থাকছেই !
Redmi 9 Power সেল ডেট ও দাম
Redmi 9 Power স্মার্টফোনের 4GB-64GB এর দাম রাখা হয়েছে 10,999 টাকা ও 4GB-128GB এর দাম রাখা হয়েছে 11,999 টাকা।
এর প্রথম সেল শুরু হচ্ছে 22nd December, দুপুর 12 টায় ! কিনতে পারবেন আমাজন ও মি অফিসিয়াল ওয়েবসাইটে ।