রিয়েলমি X7 ও X7 Pro লঞ্চ নিয়ে আমাদের উত্তেজনা থামতে না থামতেই এবার নতুন এক ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি বলে মনে করা হচ্ছে। আর সেই স্মার্টফোন হবে Realme Narzo 30। ইতিমধ্যে Realme Community ওয়েবসাইটে এই স্মার্টফোনের বক্স কেমন হবে সেই নিয়ে একটি সার্ভে দেওয়া হয়েছে রিয়েলমির তরফ থেকে। সেই সার্ভে তে দেখা যাচ্ছে যে ছয়টি বিভিন্ন ধরনের বক্স দেওয়া রয়েছে।
তারই সাথে রিয়েলমির তরফ থেকে অনুরোধ করা হয়েছে এই ছয়টি বক্সের মধ্যে যে বক্সের ডিজাইনটা পছন্দ সেটাতে ভোট করতে। সবকিছু দেখে মনে করা হচ্ছে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme Narzo 30 এই স্মার্টফোন টি।
প্রসঙ্গত উল্লেখ্য, Realme Narzo 20 স্মার্টফোনে আমরা পেয়েছিলাম 16.5cm এর Mini-Drop Fullscreen Display, Helio G85 প্রসেসর, 6000mAh এর ব্যাটারি, ট্রিপল ক্যামেরা সেটাপ। তারই সাথে Realme Narzo 20A তে পাচ্ছি 16.5cm এর Mini-drop Fullscreen Display, Qualcomm Snapdragon 665 প্রসেসর, 5000mAh এর ব্যাটারি, ট্রিপল ক্যামেরা সেটআপ।
আর সদ্য সদ্য লঞ্চ হওয়া Realme X7 5G স্মার্টফোনে আমরা পেয়েছি 16.3cm এর Super AMOLED Fullscreen ডিসপ্লে, 4310mAh এর ব্যাটারি, 50W SuperDart চার্জ, 64MP AI Triple Camera সেটআপ, আর MediaTek এর Dimensity 800U প্রসেসর। আর Realme X7 Pro 5G তে আমরা পেয়েছি 120Hz এর Super AMOLED Fullscreen ডিসপ্লে, 4500mAh এর ব্যাটারি, 65W SuperDart চার্জ, 64MP কোয়াড Camera সেটআপ, আর Dimensity 1000+ প্রসেসর।
এবার Realme Narzo 30 আমাদের জন্য কি স্পেসিফিকেশন নিয়ে আসে সেটাই দেখার। সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কয়েকটি দিন মাত্র !