Amazon Alexa দেশে করলো 3 বছর পূর্ণ, দেখেনিন ভারতীয়দের কেমন প্রশ্ন সামলাতে হয় তাকে!

amazon alexa 3years

আমাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট Alexa ভারতে তিন বছর পূর্ণ করল, এই তিন বছর পূর্ণ করায় আলেক্সা সম্পর্কে বেশকিছু বিস্ময়কর তথ্য শেয়ার করলো Amazon। লঞ্চের পর থেকে তিন বছরে অনেক চেঞ্জ এসেছে Amazon Alexa তে। ধীরে ধীরে একশোর ও বেশি  ডিভাইসে এই আলেক্সা বিল্ট ইন ছিল। সেখানে স্মার্টফোন যেমন রয়েছে, রয়েছে স্মার্ট স্পিকার এবং তার সাথে হেডসেট ও এমন ধরনের অনেক স্মার্ট ডিভাইস। 

2019 সালের তুলনায় 67 শতাংশ বেড়ে গিয়েছে 2020 সালে আলেক্সার সাথে আমাদের ইন্টারেকশন। ইংরেজি ও হিন্দিতে বা ইংরেজি ও হিন্দির সংমিশ্রণে আলেক্সা কে প্রশ্ন করা হয়েছে সবথেকে বেশি। Alexa-র সাথে আমরা কি কথোপকথন করি এর কয়েকটি উদাহরণ আমাজন প্রকাশ করেছে। যেগুলো দেখে আপনি সত্যিই না হেসে পারবেন না।

কোন ধরনের প্রশ্ন Amazon Alexa কে বেশি করা হয়েছে ?

ভারতে 2020 সালে প্রত্যেকদিন Alexa কে I love you বলা হয়েছে 19000 বার করে। যেটা 2019 সালের তুলনায় 1200 শতাংশ বেশি! এমনকি অ্যালেক্সা কে প্রত্যেকদিন 7000 বার জিজ্ঞাসা করা হয়েছে ক্যাইসে হো অর্থাৎ কেমন আছো

প্রত্যেকদিন Will you marry me অর্থাৎ আমাকে বিয়ে করবে জিজ্ঞাসা করা হয়েছে 6000 বার। কাহানি শুনাও অর্থাৎ গল্প শোনাতে অনুরোধ করা হয়েছে প্রত্যেকদিন 19000 বার, গানা শুনাও অর্থাৎ গান শোনাতে প্রত্যেকদিন অনুরোধ করা হয়েছে 17 লক্ষ বার। 

Make animal sounds অর্থাৎ জীবজন্তুর আওয়াজ করতে অ্যালেক্সা কে অনুরোধ করা হয়েছে প্রত্যেকদিন 43000 বার করে। তার সাথে কিছু জোকস শোনাতে অনুরোধ করা হয়েছে 9000 বার করে প্রত্যেকদিন।

Alexa কে বাজাতে যেমন অনুরোধ করা হয়েছে হনুমান চালিশা তেমনই আবার শাইতান কা সালা গানও অনুরোধ করা হয়েছে। দেশের 85 শতাংশ পিনকোড থেকে গত বছর আলেকসা কে কেনা হয়েছে। 

জেনে নিন : Google Home Mini কিনতে পারবেন মাত্র 499 টাকা দিয়ে, Flipkart ও Google দারুন অফার নিয়ে এসেছে

এই তথ্য থেকেই বোঝা যায় ভারতে আমাজন আলেক্সা জনপ্রিয়তা ঠিক কতটা। আপনিও কি আমাজন আলেক্সা ব্যবহার করেন ?