আজ প্রথম সেল POCO M3 স্মার্টফোনের, কোথায় কখন কিনবেন? কিভাবে পাবেন বিশাল ডিসকাউন্ট?

এই মাসের শুরুতেই লঞ্চ হয়ে গিয়েছিল POCO M সিরিজের নতুন স্মার্টফোন POCO M3 এবং খুব স্বভাবতই এই স্মার্টফোন নিয়ে সবার মধ্যে উত্তেজনা বেশিই। আজ শুরু হচ্ছে এই স্মার্টফোনের প্রথম সেল এবং এই সেল সম্পর্কে বিস্তারিত জানবেন আপনি এই আর্টিকেলে। 

POCO M3 এর স্পেসিফিকেসনস

এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 16.59 সেন্টিমিটারের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে, 6000mAh এর ম্যাসিভ ব্যাটারি থাকছে। আর তার সাথে থাকছে Qualcomm Snapdragon 632 প্রসেসর। 64GB ও 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এই স্মার্টফোনে আপনি পাবেন। পাবেন 6 GB RAM এর সাথে। 

তিনটে কালারে এই স্মার্টফোনে আপনি পাবেন- Cool Blue, Power Black এবং তারই সাথে Yellow! 

কোথা থেকে, কখন POCO M3 স্মার্টফোন কিনতে পারবেন? 

POCO M3এর সেল শুরু হচ্ছে আজ দুপুর ঠিক 12 টায়। এই স্মার্টফোন আপনি কিনতে পারবেন ফ্লিপকার্ট থেকে। 

কি কি বিশেষ অফার পাবেন POCO M3 স্মার্টফোনের প্রথম সেলে?

POCO M3 স্মার্টফোনটি আপনি যদি ফ্লিপকার্ট থেকে কেনেন তাহলে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডের EMI তে আপনি 5% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। তারই সাথে 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনি Flipkart Axis Bank এর Credit কার্ড এর সাথে।

জেনে নিন Google Home Mini কিনতে পারবেন মাত্র 499 টাকা দিয়ে, Flipkart ও Google দারুন অফার নিয়ে এসেছে, জেনে নিন বিস্তারিত

আপনার কাছে যদি Bank of Baroda-র মাস্টার ডেবিট কার্ড থাকে তাহলে প্রথম দুটি অর্ডারে পেয়ে যেতে পারেন 10% অফ। তারই সাথে বিশেষ বিশেষ Card এ তো থাকছেই No Cost EMI এর সুবিধা। POCO M3 স্মার্টফোনের 6GB ও 64GB-র দাম 10,999 টাকা ও 6GB ও 128GB-র দাম 11,999 টাকা। এই স্মার্টফোনের প্রথম সেলেই এই বিশেষ অফার গুলি পাবেন। 

POCO M3