হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত চ্যাট সরাসরি মুভ করে নিতে পারবেন টেলিগ্রামে, নতুন আপডেট ঘোষণা টেলিগ্রামের, জেনে নিন সঠিক পদ্ধতি

মাত্র কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপ(WhatsApp) তাদের নতুন প্রাইভেসি পলিসি আপডেট ঘোষণা করেছিল এবং তারপর থেকেই সারা বিশ্বজুড়ে আলোড়ন পড়ে যায়।এই ঘটনায় হোয়াটসঅ্যাপ অনেক ইউজার হারায়। হোয়াটসঅ্যাপের বেশিরভাগই ইউজার হোয়াটসঅ্যাপ ছেড়ে ব্যবহার করতে শুরু করেন টেলিগ্রাম ও সিগন্যাল এর মত এপ্লিকেশন গুলিকে। সেই সমস্ত ইউজারদের সুবিধার জন্য এবার নতুন এক আপডেট নিয়ে এল টেলিগ্রাম।

এবার এই আপডেটের সাহায্যে প্রয়োজন হলে আপনি হোয়াটসঅ্যাপের চ্যাট খুব সহজেই মুভ করে নিতে পারবেন আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে।অ্যান্ড্রয়েড ও iOS এই দুই ধরনের ডিভাইসের ক্ষেত্রেই এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তবে প্রথমেই আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশন টিকে আপডেট করে নিতে ভুলবেন না। 

কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট মুভ করবেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশন? 

  • আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশন টিকে আপডেট করে নিন। এরপর আপনি আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। তারপরে যে চ্যাট আপনি এক্সপোর্ট করতে চান সেই চ্যাট সিলেক্ট করে নিন। তারপরে উপরে তিনটি ডটের যে মেনু টি রয়েছে সেটাকে ক্লিক করুন। সেখানে ক্লিক করলে আপনি More অপশন পেয়ে যাবেন। More অপশনের মধ্যে আপনি পেয়ে যাবেন এক্সপোর্ট চ্যাট(Export Chat) অপশন। 

এই এক্সপোর্ট চ্যাট অপশন এ ক্লিক করলে নতুন একটা অপশন পাবেন। যেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে চ্যাট এর সমস্ত মিডিয়া সহ(Include Media) এক্সপোর্ট করতে চান নাকি মিডিয়া ছাড়া(Without Media) আপনি এক্সপোর্ট করতে চান। আপনার পছন্দ মত অপশন আপনি সিলেক্ট করে নেবেন। তারপর শেয়ার অপশন থেকে আপনাকে টেলিগ্রাম(Telegram) অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নিতে হবে।

তারপর যখন আপনি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার স্মার্টফোনে দেখবেন Saved Messages অপশন। আপনি সেই অপশনটিতে ক্লিক করে হোয়াটসঅ্যাপের চ্যাট গুলোকে মুভ করে নিতে পারবেন আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশন। 

কিভাবে আপনার আইফোন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট মুভ করবেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশন? 

আইওএস এর ক্ষেত্রে আপনি একই পদ্ধতিতে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট কে টেলিগ্রামে মুভ করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশন কে আপডেট করে নিন প্রথমেই। তারপরে আপনাকে কন্টাক্ট ইনফো অথবা গ্রুপের পেজটাতে যেতে হবে।

তার নিচেই আপনি পেয়ে যাবেন এক্সপোর্ট চ্যাট(Export Chat) অপশন। সেখানে পরবর্তী পদক্ষেপ গুলো প্রায় অ্যান্ড্রয়েডের মতই সমান। এখানেও আপনি Attach Media আর With out Media অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মত অপশন সিলেক্ট করে নিন সেখানে। 

বেশ কয়েকটি বিষয় অবশ্যই জেনে রাখুন 

অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ডিভাইসের ক্ষেত্রেই এই পদ্ধতিতে একটু সময় লাগতে পারে তাই পদ্ধতি চলাকালীন ক্যানসেল করে দেবেন না।

জেনে নিন : দূর থেকেই হবে আপনার স্মার্টফোন চার্জ, নতুন টেকনোলজি নিয়ে এসে সকলকে হতবাক করে দিলো শাওমি, জেনেনিন বিস্তারিত

হোয়াটসঅ্যাপ চ্যাট যখন আপনি মুভ করে ফেলবেন তখন টেলিগ্রামের মধ্যেও সেই হোয়াটসঅ্যাপের অরিজিনাল টাইম স্টাম্প পেয়ে যাবেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনাকে যে সময় মেসেজ করা হয়েছিল ঠিক সেই টাইম স্ট্যাম্পই আপনি টেলিগ্রামে দেখতে পারবেন। সেটাও খুবই সুবিধাজনক হবে।