প্রায় 50 কোটি টাকার জরিমানা হতে পারে টেলিগ্রামের, বিপাকে এই জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম

telegram application could soon face huge fine in germay here is everything you need to know

নানা রকম সমস্যার কারণে বিশ্ব বিখ্যাত এপ্লিকেশন গুলোকে বিভিন্ন সময়ই জরিমানার সম্মুখীন হতে হয়। এবার এই লিস্টে এক অত্যন্ত জনপ্রিয় অ্যাপ্লিকেশনের নাম শোনা যাচ্ছে। 

টেলিগ্রাম (Telegram) অ্যাপ্লিকেশনকে এবার 6.78 মিলিয়ন ইউএস ডলার ফাইন করা হতে পারে জার্মানিতে। ভারতীয় মূল্যে যেটা হয় প্রায় 50 কোটি টাকা। ইতিমধ্যেই এই বিষয়ে টেলিগ্রামের সাথে পর্যালোচনা শুরু করে দিয়েছে জার্মান অথরিটি। জানানো হচ্ছে এই বিশ্ব বিখ্যাত জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম জার্মানির সোশ্যাল মিডিয়া নিয়মগুলো মানতে পারেনি। 

জার্মান অথরিটি তরফ থেকে দাবি ছিল একজন কন্টাক্ট পারসন (Contact Person) রাখার সেই দেশেতে। কিন্তু টেলিগ্রাম সেটা করতে সমর্থ হয়নি। তার সাথে এই অ্যাপ্লিকেশনের বিষয়ে কোনো কমপ্লেইন করার জন্য সঠিক পন্থা তারা দেখাতে পারেনি। যার জন্য এই রোষানলে পড়তে হতে পারে। এবার টেলিগ্রাম অ্যাপ্লিকেশন কে। 

জেনেনিন : কেমন হবে Realme Narzo 30 4G ও 5G ভ্যারিয়েন্টের ডিজাইন ও ক্যামেরা? জানালেন মাধব সেঠ

রাশিয়ার দুই ভাই এর তৈরি এই জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম সদ্য সদ্য জার্মানিতে প্রচন্ড জনপ্রিয়তা পেতে শুরু করেছিল। হোয়াটসঅ্যাপ তাদের টার্মস এন্ড পলিসি চেঞ্জ করার পরও বিশ্বের অন্যান্য দেশেও টেলিগ্রামের জনপ্রিয়তা প্রচন্ডরকম বেশিই। এই পরিস্থিতিতে জার্মানির পদক্ষেপে বিস্মিত অনেকেই। তবে টেলিগ্রামে তরফ থেকে অফিশিয়ালি কোনরকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি এই বিষয়ে। 

সম্প্রতি সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে ভারতও তাদের নতুন কিছু নিয়ম ইন্ট্রোডিউজ করেছিল। আর সেই নিয়ম টুইটার মানতে না চাওয়াতে সে অ্যাপ্লিকেশন ব্যান হয়ে যেতে পারে ভারতে এমন খবরও শোনা যাচ্ছিল। যদিও পরবর্তীকালে টুইটার কিছুটা সময় চেয়ে নেয় সরকারের কাছ থেকে। এবার টেলিগ্রাম এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার।