নিজেদের ইলেকট্রিক ভেহিক্যালের ব্যবসা বাড়াতে বদ্ধপরিকর Xiaomi, এবার আসছে শাওমির স্মার্ট ইলেকট্রিক গাড়ি

electric vehicle
Electric Car (প্রতীকী ছবি)

মাত্র কয়েকদিন আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম Oppo এবার তাদের ইলেকট্রিক কার নিয়ে আসতে চলেছে। যার নাম তারা দিয়েছে OCar। এবার ইলেকট্রিক কারের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে শাওমি। সেটা আমরা জানতে পেরেছিলাম যখন কয়েক মাস আগে শাওমি অফিসিয়ালি জানিয়েছিল যে এবার ইলেকট্রিক কারের ইন্ডাস্ট্রিতেও তারা নেমে পড়ছে। 

শাওমিও তৈরি করবে স্মার্ট ইলেক্ট্রিক ভেহিকেল (Smart Electric Vehicle)। এবার এক রিপোর্টে জানা যাচ্ছে এই উদ্যোগে কোমড় বেঁধে নেমেছেন তারা। অর্থাৎ Apple, Xiaomi, OPPO প্রত্যেকটা জনপ্রিয় স্মার্টফোন ব্রান্ডই এবার টেসলার মতো ইলেকট্রিক কারের বাজার ধরতে উঠে পড়ে লেগেছে। এই বিষয়ে যাবতীয় প্রস্তুতিও শুরু করে দিয়েছে এই সমস্ত কোম্পানিগুলো।

সেই সূত্র ধরেই এবার চীন থেকে এক রিপোর্টে জানা যাচ্ছে যে শাওমি ইতিমধ্যেই তাদের কোম্পানির বেশকিছু ক্যাটাগরিতে নিয়োগ করবে। তারা এক জব ভ্যাকেন্সি পোস্ট করেছে। ভ্যাকেন্সি লিস্ট এর মধ্যে যেমন রয়েছে Vehicle-Mounted Infrastructure, High-Precision Maps তেমনই Decision & Planning, Development Tools, Millimeterwave Algorithms, Front-End Development, Data Platforms, Embedded Software, Simulation ইত্যাদি high-end ডিপার্টমেন্ট রয়েছে। সমস্ত ডিপার্টমেন্ট গুলো একই ঠিকানায় দেওয়া রয়েছে। সেটা হল বেইজিংয়ের হাইডিয়ান।

জেনেনিন : Apple Watch-এ আসবে এই অভাবনীয় ফিচার্স গুলি, করা যাবে ব্লাড গ্লুকোজ মনিটরিং

ইতিমধ্যেই শাওমি একটি সাবসিডিয়ারি তৈরি করে ফেলেছে যারা শুধুমাত্র স্মার্ট ইলেকট্রিক কার তৈরি তৈরিতেই মনোযোগ দিতে থাকবে। লি জুন, যিনি বর্তমানে শাওমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনিই এই এলেক্ট্রিক কার সাবসিডিয়ারির CEO হিসাবে নিযুক্ত থাকবেন। 

প্রাথমিকভাবে শাওমি ঠিক করেছে তারা 10 বিলিয়ন ইউয়ান ইনভেস্ট করবে এই প্রজেক্টে। এটা করা হবে 10 বছরের জন্য।ইলেকট্রিক কার তৈরির ব্যাপারে শোনা যাচ্ছিল শাওমি পার্টনারশিপ করবে চীনের বিখ্যাত Great Wall Motor Co Limited এর সাথে। 

কিন্তু তখন কোম্পানিটির তরফ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। কিন্তু অতিসম্প্রতি লি জুন আবার তাদের রিসার্চ এবং ডেভলপমেন্ট সেন্টার ভিজিট করেছিলেন। তা থেকেই আসার আলো দেখছেন অনেকেই। তবে এই বিষয়ে শাওমির তরফ থেকে আর কোনো কিছু জানা যায়নি। 

নিঃসন্দেহে স্মার্ট ইলেকট্রিক ভেহিক্যাল (Smart Electric Vehicle) এখন অত্যন্ত জনপ্রিয় একটি ক্যাটেগরি। এর রমরমাও প্রচন্ড রকমের বেশি। তাই সমস্ত স্মার্টফোন ব্র্যান্ড গুলোই এখন এই ইন্ডাস্ট্রিতে পদার্পন করার জন্য উঠে পড়ে লেগেছে। এবার দেখা যাক কে বেশী সুবিধা করতে পারে এরই মধ্যে।