Telegram এখন আমাদের কাছে অতি প্রয়োজনীয় এক অ্যাপ্লিকেশন। যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করার আগে আমাদের সর্বদা তার সিকিউরিটি ফিচারস এর ওপর নজর রাখা অবশ্যই প্রয়োজন। তাই সেই কথাকেই মাথায় রেখে আজকে আপনাদের জানাবো কিভাবে আপনি Telegram এ আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার হাইড করে রাখবেন (how to hide your phone number in telegram)।
কিভাবে Telegram-এ ফোন নাম্বার হাইড করে রাখবেন?
টেলিগ্রামে খুব সহজেই আপনি আলনার ব্যক্তিগত মোবাইল নাম্বার হাইড করে রাখতে পারবেন। খুব সহজেই খুব ছোট্ট একটি ট্রিক্স ফলো করে। জেনে নেওয়া যাক সেই ট্রিকটি।
প্রথমেই আপনি আপনার মোবাইল বা ডেস্কটপ এ Telegram অ্যাপটি Open করেনিন।
Telegram ওপেন হয়ে গেলে ওপরের বাম দিকে যে থ্রি বার্স মেনু (Three Bars Menu) টি রয়েছে সেখানে Click করুন।
এরপর আপনি বেশকিছু নেভিগেশন অপসন দেখতে পাবেন। এবার তার নিচের দিকে Settings অপশনটি সিলেক্ট করুন।
জেনে নিন : আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা কিভাবে চেক করবেন? অবশ্যই জেনে রাখুন
তারপর Privacy & Security অপশন পাবেন। এখন সেটি টাচ করুন।
Privacy & Security এর মধ্যে ক্লিক করা মাত্রই আপনি প্রথমেই বেশ কিছু Telegram সংক্রান্ত Privacy অপশন দেখতে পাবেন।
যার মধ্যে দ্বিতীয় স্থানে আছে Phone No। এখন সেই Phone Number অপশনটি ক্লিক করুন। এরপর আপনি Who can see my phone number বলে একটি অপশন দেখতে পাবেন সেটি Nobody করে দিন।
ব্যাস এইটুকু করলেই আপনার নাম্বার হাইড (Hide) হয়ে যাবে। এক কেউ আপনার নাম্বার দেখতে পাবেন না।
Telegram-এ আপনার বন্ধুরা ছাড়া কেউ আপনার ফোন নাম্বার দেখতে পাবেনা কিভাবে করবেন ?
এবার, আপনি যদি চান শুধুমাত্র আপনার পরিচিত মানুষরাই আপনার নাম্বার খুঁজে পেতে সক্ষম হোক। তবে সে ক্ষেত্রে আপনি ঠিক তার নিচের অপশনটি অর্থাৎ (Who can find me by my number) এটি My Contacts করে দিন।
তাহলে এবার থেকে আপনার স্মার্টফোনের কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বার গুলি সেভ করা রয়েছে শুধুমাত্র তারাই আপনার নাম্বার দেখতে পাবেন।
জেনে নিন : iPad কেন কিনবেন? কোন কোন কাজে আইপ্যাড আপনাকে দারুণ ভাবে সাহায্য করবে?
Telegram এর যেটি সব থেকে বেশি জনপ্রিয় তা হল Telegram চ্যানেল বা গ্রুপ। যেখানে লক্ষ লক্ষ মেম্বার্স যুক্ত হতে পারে। বর্তমান সময়ে আমাদের ব্যক্তিগত তথ্য সকলের সামনে প্রকাশ না করাই ভালো তাই আপনি Telegram এর এই অসাধারণ ফিচারটি ব্যবহার করতে পারেন। যার ফলস্বরূপ আপনার ব্যক্তিগত তথ্য সকলের সামনে প্রকাশ হবার কোন ভয় থাকে না।
প্রসঙ্গত উল্লেখ্য, আমরা সকলেই জানি Telegram একটি ক্রস প্লাটফর্ম, ক্লাউড বেসড মেসেজিং সফটওয়ার। WhatsApp এর মতো এটিও একটি জনপ্ৰিয় অ্যাপ্লিকেশন। এটির মাধ্যমে আপনি end-to-end encrypted video calling, File Sharing, Chatting এবং আরও অনন্যা সমস্ত কাজ নিমেষেই করতে পারবেন। আর চাইলে WhatsApp থেকে আপনার সমস্ত চ্যাটকে আপনি খুব সহজেই Telegram এ ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন।
এটি iOS ব্যাবহারকারীদের জন্য 14 August 2013 এবং Android ব্যাবহারকারীদের জন্য October 2013 সালে লঞ্চ করা হয়। যদিও বর্তমানে Windows, macOS এবং Linux ব্যাবহারকারীরাও এটি ব্যবহার করতে সক্ষম। Telegram আবিষ্কার করেন নিকোলাই (Nikolai) এবং পাভেল (Pavel Durov)।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।