Twitter কে পাঠানো হল ফাইনাল নোটিস, তবে কি ব্যান হয়ে যাবে টুইটার?

twitter receives one final notice from indian govt related to the new it law

মে মাসের 26 তারিখ থেকেই ভারতে চালু হয়ে গেছে নতু  IT রুল। সমস্ত টেকনোলজি কোম্পানি গুলোকে এই রুলকে মান্যতা দিতে অনুরোধ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানির এই রুলস মেনে নিলেও টুইটার (Twitter) এখনও মানেনি এই নতুন IT রুল।

আর এই বিষয়ে টুইটারের সাথে ভারত সরকারের চাপানউতোর চলছিল অনেক আগে থেকেই। অবশেষে আজ ভারত সরকারের তরফ থেকে টুইটারকে এই বিষয়ে ফাইনাল নোটিশ পাঠিয়ে দেওয়া হল। বলা যায় শেষ ওয়ার্নিং দিয়ে দেওয়া হলো এই নোটিসের মাধ্যমেই।

ভারত সরকারের তরফ থেকে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই নোটিস পাঠিয়েছে টুইটারকে। এবং সেই চিঠিতে শেষে ভালোভাবে লেখা রয়েছে এটাই শেষ নোটিশ। একটি শুভ বোধ নিয়েই এই চিঠি পাঠাচ্ছে তারা এমনটাও জানানো হয়েছে।

তার সাথে টুইটারকে এই নতুন আইটি রুলের সাথে কম্প্লাই করতে বলা হয়েছে। অন্যথায় নতুন আইটি অ্যাক্টের পেনাল Law এর মাধ্যমে হতে পারে তাদের শাস্তি। ভারতের নতুন IT রুল নিয়ে সরকারের সাথে টুইটারের এই মতপার্থক্য বেশ কিছুদিন ধরেই চলছে। পরিস্থিতি কোর্ট পর্যন্ত গড়িয়েছে।

জেনে নিন : আসছে POCO M3 Pro 5G স্মার্টফোনটি, দেখেনিন এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স, দাম ও লঞ্চ ডেট

আর অবশেষে ভারত সরকারের তরফ থেকে এই ফাইনাল নোটিশ পাঠানো হল টুইটারকে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী টুইটার এই নতুন নিয়ম কে মানেনি। তাহলে কি টুইটার ভারতে ব্যান হয়ে যাবে? নাকি সমস্ত কিছু মিটিয়ে নিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসবে টুইটার? সেটা সময়ই বলে দেবে। আর সেই আশাতেই বুক বাঁধছে ভারতের টুইটার লাভাররা।