ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লেটেস্ট পোস্ট আপডেট, PUBG Mobile ও Battlegrounds Mobile India-র মধ্যে কি আদৌ কোনো পার্থক্য থাকবে?

battlegrounds-mobile-india-latest-post-update-will-it-be-different-from-pubg-mobile

ভারতের ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) অফিশিয়ালি লঞ্চ না হলেও ইতিমধ্যেই pre-registration শুরু হয়ে গেছে। আর এই গেম নিয়ে হাইপ এরই মধ্যে আকাশ ছুঁয়ে যাচ্ছে। পাবজি মোবাইল (PUBG Mobile) লাভাররা এখন এই গেমটা আস্বাদন করতে মুখিয়ে রয়েছেন। প্রায় প্রতিদিনই BMI-এর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে নতুন নতুন আপডেট। 

সমস্ত কিছু দেখে অনেকের মনেই প্রশ্ন আসছে এই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কি সত্যি সত্যিই পাবজি মোবাইল এর মতই হবে? নাকি কিছু পার্থক্য থাকবে? এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সেই বিষয়ে আলোকপাত করা যাক। 

PUBG Mobile ও Battlegrounds Mobile India-র মধ্যে কি আদৌ কোনো পার্থক্য থাকবে?

আজকে নতুন একটি পোস্টের রিলিজ করেছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায়। এই পোস্টারেও আমরা দেখতে পাচ্ছি একটি Air Drop এর ছবি দেওয়া রয়েছে। তার সাথে লেখা রয়েছে আপনার স্কোয়াড কে নিয়ে এয়ার্ড্রপ এর দিকে ছুটে যাওয়া মিস করছেন? আর অনুরোধ করা হয়েছে এক্ষুনি pre-registration করে নিতে। দেখেনিন সেই পোস্ট- 

Air Drop দেখে এটা নিশ্চিত এই গেমের মধ্যেও Air Drop থাকবে এবং বলা যায় পাবজি মোবাইলের (PUBG Mobile) মত সিমিলার সমস্ত ফিচারই প্রায়ই থাকছে। আগে একটি টিজার রিলিজ করেছিল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। এবং সেখানে আমরা পাবজি মোবাইল এর মতই থিম সং শুনতে পেয়েছিলাম। পরবর্তী টিজারে সেই থিম সং সামান্য কিছু চেঞ্জ করা হয়।

জেনে নিন : Battlegrounds Mobile India-তে কি কি বিষয় থাকবে? এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি?

এছাড়াও বিভিন্ন সময়ে এই গেমের বিভিন্ন পোস্টে আমরা পেয়েছি পাবজি মোবাইলের ছোঁয়া। কখনো আমরা দেখতে পেয়েছি Erangle ম্যাপ কে। আবার কখনো আমরা দেখতে পেয়েছি Livik ম্যাপের একটি অংশ। আবার কখনো Sanhok মাপের Ban Tai এলাকাকে দেখতে পেয়েছি আমরা। অর্থাৎ প্রায় নিশ্চিত ভাবেই বলা যায় যে পাবজি মোবাইলের ম্যাপ এর মতই হুবহু নানান ম্যাপ থাকছে এই গেমটিতে। আর গতকাল লঞ্চ করা টিজারে আমরা তো দেখতে পেয়েছি UAZ জিপ কে। যেটা অত্যন্ত জনপ্রিয় Erangel ম্যাপে।

জেনে নিন : লঞ্চ হতে চলেছে iQOO Z3 5G, জেনেনিন এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স, দাম ও লঞ্চ ডেট

তাই সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া আর পাবজি মোবাইলের মধ্যে যতই পার্থক্য গড়ার চেষ্টা করা হোক না কেন। যতই এই দুটি আলাদা গেম বলা হোক না কেন। এই দুটো একই কনসেপ্টের উপর তৈরি এবং প্রায় সিমিলার ফিচার্স আমরা দেখতে পারবো এটা নিশ্চিত ভাবেই বলা যায়।  

কিন্তু তারই মাঝে একটা কথা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া হতে চলেছে সম্পূর্ণ ইন্ডিয়া স্পেসিফিক একটি গেম। বিভিন্ন সময় ইন্ডিয়া রিলেটেড বিভিন্ন ইভেন্ট আমরা দেখতে পারবো এর মধ্যে এটা নিশ্চিতভাবেই বলা যায়।

এই সমস্ত কিছু জেনেও যদি আপনি ভাবেন যে এই গেমটা আলাদা গেম হবে পাবজি মোবাইল এর তুলনায়। তাহলে মনে হচ্ছে আপনি বড় একটি ভুল করে ফেলছেন।