সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে সমস্যার সৃষ্টি নতুন কিছু নয়। ফেসবুক, ইউটিউব এবং তার সাথে টুইটারও এই বিষয়ে পিছিয়ে নেই। আর এবার টুইটার তাদের নিজেদের প্লাটফর্মে গুজব ছড়ানো থেকে রক্ষা করতে নতুন এক ফিচার নিয়ে এলো। যার নাম তারা দিয়েছে Birdwatch।
টুইটারের থেকে জানানো হয়েছে আপাতত পাইলট পার্টিসিপেন্টস দের জন্য Birdwatch কে রোল আউট করা শুরু করে দেওয়া হবে। যার মাধ্যমে মিসইনফরমেশন খুব সহজে লোকেট করে ফেলা যাবে। আর মার্ক করা যাবে।
কিভাবে Birdwatch কাজ করে?
Twitter এর পক্ষ থেকে জানানো হয়েছে Birdwatch এর কাজই হল কোনো গুজব ছড়িয়ে যখন পড়ছে তখন সেই গুজব সম্পর্কে সঠিক তথ্য সেখানে তুলে ধরা। আর এটা সম্ভব হবে সেই গুজব ছড়ানোর টুইটের সাথে একটি নোট যোগ করে দিয়ে। যেখানে এর আসল খবরটা দেওয়া থাকবে।
তবে এটা কোন রকম অটোমেটিক প্রসেস নয়। এটা সম্ভব হবে অনেক কন্ট্রিবিউটর দের মাধ্যমেই। যেকোনো গুজব ছড়ানো টুইটে Birdwatch এর মাধ্যমে ছোট্ট করে নোট যোগ করে দেওয়া যাবে। পরবর্তীকালে টুইটার ইউজাররা এই নোট দেখে সেই নোট প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় সেই হিসাবে রেটিং করতে পারবেন।
এইভাবে প্রায় অটোমেটিক ভাবেই Birdwatch নোটে যদি অত্যধিক হেল্পফুল রেটিং থাকে। তাহলে সেটা সবসময় দেখানো হবে সকলকে। আর কোন Birdwatch নোটে যদি হেল্প ফুল নয় এমন রেটিং বেশি পড়ে। তাহলে সেই নোট আর বেশি দেখানো হবে না। এই ভাবেই এই বার্ডওয়াচ টুইটারে গুজব ছড়ানো রোধে সাহায্য করবে।
জেনে নিন : মাত্র 7500 টাকা দিয়ে Realme নিয়ে আসতে চলেছে 5G স্মার্টফোন, অবিশ্বাস্য ঘোষণা করলেন মাধব সেঠ
Birdwatch থেকে একটি টুইট করে জানানো হয়েছে এখন থেকে আমরা টুইটারকে যখন অ্যাক্সেস করব, তা সে এন্ড্রয়েড প্লাটফর্মেই হোক বা iOS এই হোক অথবা টুইটার ওয়েবসাইটে গিয়েই হোক। সেখানে আমরা Birdwatch নোট দেখতে পেতে পারি। তবে প্রাথমিকভাবে শুধুমাত্র পাইলট পার্টিসিপেন্টদের জন্যই এই ফিচারটি রোল আউট করে দেওয়া হয়েছে। সমগ্র ইউজারদের জন্য কবে এই ফিচার রোল আউট করে দেওয়া হবে তা এখনো পর্যন্ত জানায়নি টুইটার।
নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ায় গুজব একটা বড় সমস্যা। সেই গুজব রোধে টুইটার অগ্রণী ভূমিকা নিচ্ছে যেটা খুবই ভালো ব্যাপার।