ক্লাব হাউস (ClubHouse) অ্যাপ্লিকেশন এর জনপ্রিয়তা রীতিমতোই আকাশ ছুঁয়েছে। আর সেই জন্যই বিশ্বের অন্যান্য জনপ্রিয় টেক প্ল্যাটফর্ম গুলো Clubhouse এর মতো ফিচার নিয়ে আসছে। এমন ব্যাপার আমরা আগেও দেখেছিলাম। এবার সেই লিস্টে নাম যোগ হয়ে গেল বিশ্ব বিখ্যাত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম Spotify এর।
Spotify নিয়ে এল Clubhouse এর মত প্লাটফর্ম
এবার Spotify নিয়ে এল নতুন এক প্লাটফর্ম। যার মাধ্যমে আমরা Clubhouse এর মতই অডিও মিটিং হোস্ট করতে পারবো। এই বছরের মার্চ মাসে Spotify আকুইয়ার করে নিয়েছিল Locker Room নামে একটা অ্যাপ্লিকেশনকে। নিঃসন্দেহে বলা যায় সেই অ্যাপ্লিকেশনকে একটা অন্য রূপ দিয়ে লঞ্চ করা হল Spotify Green Room কে।
এর মধ্যে বিভিন্ন ধরনের রুম ক্রিয়েট করা যাবে বা আপনার ইন্টারেস্ট অনুযায়ী বিভিন্ন রুমে যোগ দেওয়া যাবে। আর তারপর আলোচনা করা যাবে সেই রুমে বিষয়বস্তু সেই রুমের পার্টিসিপেন্টদের সাথে।
এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এর মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে। তার মধ্যে যেমন কমেডি (Comedy) রয়েছে, তেমনই NBA, সেলিব্রিটি নিউজ (Celebrity News) ইত্যাদি বিভিন্ন ধরনের গ্রুপ ক্রিয়েট করা রয়েছে। আপনি চাইলে সেই গ্রুপগুলোতে জয়েন করতে পারবেন। আর আলোচনায় পার্টিসিপেট করতে পারবেন।
জেনেনিন : Android স্মার্টফোনে খুব শীঘ্রই আসছে এই গুরুত্বপূর্ণ ফিচার গুলি, জানাচ্ছে গুগল
ইতিমধ্যেই Spotify-এর তরফ থেকে জানানো হয়েছে তারা মিউজিক (Music), কালচার (Culture), এন্টারটেইনমেন্ট (Entertainment) ইত্যাদি বিষয়ে গ্রুপ জয়েন করতে চলেছে খুব শীঘ্রই। এই গ্রীনরুম প্লাটফর্মে ব্যবহার করার জন্য আলাদা করে আপনাকে আবার সাইনআপ করতে হবেনা। স্পটিফাই এর যদি লগইন ডিটেইলস থাকে আপনার তাহলে সেগুলো ব্যবহার করেই এর মধ্যে আপনি সাইন ইন করতে পারবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই ক্লাবহাউজ এর তরফ থেকে একগুচ্ছ নতুন ফিচার্স ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে এই অ্যাপ্লিকেশনকে জেনারেল রিলিজ করে দেওয়ারও। তারই মাঝে আমরা টুইটারকে নিয়ে আসতে দেখেছিলাম তাদের Space। সময়ই বলে দেবে এবার একই ধরনের ফিচার যুক্ত প্লাটফর্ম গুলির মধ্যে কে টিকে থাকতে পারে।