খুব শীঘ্রই জেনারেল রিলিজ করে দেওয়া হবে Clubhouse Application, জানালো ক্লাবহাউস কর্তৃপক্ষ

সারা বিশ্বজুড়ে এখন ক্লাবহাউস (Clubhouse) অ্যাপ্লিকেশনের খ্যাতি আকাশচুম্বী। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন কে রিলিজ করে দেওয়া হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগেই। যাদের কাছে ইনভাইট কোড (Invite Code) রয়েছে তারা খুব সহজেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও এই অ্যাপ্লিকেশনে জয়েন করতে পারবেন। এবার Clubhouse এর থেকে এল খুশির খবর। মনে হচ্ছে খুব শীঘ্রই এই অ্যাপ্লিকেশনকে সবার জন্য ওপেন (General Release) করে দেওয়া হবে। 

কি কি খুশির খবর নিয়ে আসছে ক্লাবহাউস?

এতদিন পর্যন্ত ক্লাবহাউস অ্যাপ্লিকেশনে জয়েন করার জন্য আপনার কাছে ইনভাইট কোড থাকার প্রয়োজন ছিল। যারা এই অ্যাপ্লিকেশনের এক্সিস্টিং মেম্বার আছেন তারা লিমিটেড কয়েকজনকেই সেই ইনভাইট কোড দিতে পারতেন। ফলে ইচ্ছা হলেই এই প্লাটফর্মে জয়েন করা সম্ভব হত না। 

এরই মধ্যে ক্লাবহাউস টাউন হল মিটিং হয়ে গেল। সেটা থেকে আমরা জানতে পারছি আর কয়েক মাসের মধ্যেই তারা এই অ্যাপ্লিকেশনের জেনারেল রিলিজ করে দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যেটা রীতিমতো খুশির খবর সকলের জন্যই।

তারা এটাও জানাতে ভোলেননি যে এরই মধ্যে কিছু আপডেট আসবে এই অ্যাপ্লিকেশনে। সেখানে এই অ্যাপ্লিকেশনের ডিসকভারি ফিচার থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত কিছুই ইমপ্রুভ করা হবে। এন্ড্রইড প্লাটফর্মে লঞ্চ করার পর এরই মধ্যে Clubhouse অ্যাপ্লিকেশনে প্রত্যেকদিন প্রায় 2 মিলিয়ন ইউজার উপভোগ করছে এর সুবিধা।

প্রসঙ্গত উল্লেখ্য, Clubhouse হল একটি অডিও-বেসড সোশ্যাল মিডিয়া। এরমধ্যে গিয়ে কথোপ-কথনের মধ্য দিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। আপনার ইন্টারেস্ট এর উপর ভিত্তি করে বিভিন্ন রকম রুম তৈরি করা যায়। এবং সেই রুমেতে সেই বিষয়েও আলোচনা চলে। আপনি চাইলে আপনার পছন্দের রুম ক্রিয়েট করতে পারবেন এবং সেখানে অনেক ইউজারদের জয়েন করিয়ে সেই নির্দিষ্ট বিষয় আলোচনা করতে পারবেন তাদের মধ্যে। অথবা কোন রুমে পার্টিসিপেট করে ডিসকাস করতে পারবেন সেই রুমের বিষয়বস্তু বা শুনতে পারবেন পার্টিসিপ্যান্টসদের আলোচনা। 

জেনে নিন : Battlegrounds Mobile India-তে কি কি বিষয় থাকবে? এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি?

লঞ্চের পর থেকেই বিশ্বজুড়ে এই অ্যাপ্লিকেশন অত্যন্ত রকমের জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি ইলন মাস্ক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেউ ইনভাইট করেছিলেন এই অ্যাপ্লিকেশনে তার সাথে আড্ডার জন্য করতে। সেটা থেকেই বোঝা যায় এই অ্যাপ্লিকেশনের জনপ্রিয়তা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে। আর তারপরই এই অ্যাপ্লিকেশনটি যদি সবার মধ্যে জেনারেল রিলিজ করে দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে সেই জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। 

আপনি কি Clubhouse অ্যাপ্লিকেশন জয়েন করেছেন? কেমন লাগছে আপনার সেই এক্সপিরিয়েন্স? অবশ্যই জানাতে ভুলবেন না।