খুব শীঘ্রই Twitter এর মধ্যে এই বিশেষ যন্ত্রনা থেকে মুক্তি পাবো আমরা, সমাধান হবে অনেক দিনের সমস্যার

this upcoming feature of twitter will save us from unwanted scenarios

একথা এখন নিঃসন্দেহে বলা যায় টুইটার অতি গুরুত্বপূর্ণ এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পরিণত হয়েছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে টুইটার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমনটা ঘটে যখন কেউ আমাদের অস্বস্তিকর জায়গায় মেনশন (Mention) করেন। আমরা বেরিয়ে আসতে পারি না সেখান থেকে। এতদিন পর্যন্ত এই সমস্যায় আমরা জর্জরিত ছিলাম। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছি আমরা। 

এই বিষয়ে টুইটারের প্রাইভেসি ডিজাইনার Dominic Camozzi একটি ডিজাইন শেয়ার করেছেন। যা দেখে মনে করা হচ্ছে এতদিনের সমস্যার সমাধান হতে চলেছে। তার শেয়ার করে ডিজাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি Unmention Yourself from this Conversation অপশন। অর্থাৎ যদি কোন অপ্রিয় জায়গায় আপনাকে মেনশন করা হয়। এবং তার ফলে আপনি অস্বস্তিতে পড়েন। তাহলে এবার আপনি সেই জায়গা থেকে নিজেকে আনমেনশন (Unmention) করে নিতে পারবেন। 

তার শেয়ার করে ডিজাইন থেকে আমরা দেখতে পাচ্ছি সেই নির্দিষ্ট টুইটের ওপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করে আমরা এই অপশন পেয়ে যাচ্ছি। আপনি যদি এই অপশনটি বেছে নেন তার পরেও আপনাকে একটি Undo করার অপশন দেওয়া হবে। যার সাহায্যে আপনি চাইলে আবার নিজেকে মেনশন করার জায়গাতেই ফিরিয়ে নিতে পারেন।

দেখেনিন তার করা টুইট-

এছাড়াও আরেকটি ডিজাইন থেকে দেখতে পাচ্ছি আপনাকে কে মেনশন করতে পারবেন সেই ব্যাপারটি সেটিংস থেকে ঠিক করে রাখতে পারবেন।মেনশন সেটিং অপশনে গিয়ে তার মধ্যে Everyone, People You Follow এবং Custom এই তিনটি অপশন রয়েছে। অবশ্যই আপনার পছন্দ মত অপশন এখানে সিলেক্ট করে নিতে পারবেন। যার ফলে নির্দিষ্ট ধরনের অ্যাকাউন্ট আপনাকে মেনশন করা থেকে বিরত থাকবে।

এর ফলে অনেক উপকার হবে এটা নিঃসন্দেহে বলা যায়। আমরা আরও নিশ্চিতভাবে টুইটার ব্যবহার করতে পারব এই ফিচারটি রিলিজ করে দেওয়া হলে। এই ফিচারটি ডিজাইন শেয়ার করা হলেও এখনো পর্যন্ত জানা যায়নি ফিচারটি কবে রোল আউট করে দেওয়া হবে। তাই কবে এই ফিচার আসতে চলেছে তা সম্পর্কে নির্দিষ্ট ডেট এখনই বলা সম্ভব হচ্ছে না।