গুগল প্লে স্টোরের জনপ্রিয় অ্যাপ ট্রুকলার (TrueCaller) অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য বেশকিছু অভিনব সুযোগ-সুবিধা নিয়ে এসেছে। এগুলির মধ্যে আছে গ্রুপ ভয়েস কলিং (Group Voice Calling), স্মার্ট এসএমএস (Smart SMS) সহ আরো বেশ কিছু সুবিধা। কোম্পানির মতে, এই সমস্ত ফিচারগুলো ইউজার রিভিউজ ও ফিডব্যাক এর উপর ভিত্তি করে নিয়ে আসা হয়েছে। দেখে নেওয়া যাক এন্ড্রয়েড ইউজাররা কি কি নতুন ফিচার পেতে চলেছেন।
গ্রুপ ভয়েস কল
এই পরিচয় ব্যবহার করে এন্ড্রয়েড ইউজাররা ৮ জন পর্যন্ত ব্যক্তির সাথে একই সাথে গ্রুপ ভয়েস কল (Group Voice Call) করতে পারবেন। শুধু তাই নয়, এই পরিষেবাটি আন্তর্জাতিক কলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। স্প্যাম কলিং (Spam Calling), যা বর্তমান দিনে ইউজারদের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তা দূর করতে কোম্পানি এ ক্ষেত্রে গ্রুপ ভয়েস কল চলাকালীন স্প্যাম কলারকে আইডেন্টিফাই করার একটি সুবিধা অন্তর্ভুক্ত করেছে।
এই সুবিধাটির জন্য ইউজারের অজ্ঞাতে কোন স্প্যাম কলার গ্রুপ ভয়েস কলে যোগদান করলে সঙ্গে সঙ্গে ইউজার জানতে পারবেন। শুধু তাই নয়, গ্রুপের অন্তর্গত প্রত্যেক জনের আনুমানিক লোকেশন ইউজার জানতে পারবেন এবং অন্যান্য ইউজাররা অন্য কলে ব্যস্ত আছেন নাকি অফলাইন আছেন তাও দেখতে পাবেন।
এছাড়াও ফোনবুকে কারো নাম্বার সেভ না করে গ্রুপ ভয়েস কলে তাকে অন্তর্ভুক্ত করা, কল লগ থেকে ডায়াল ব্যাক করার অপশন ও সহজে গ্রুপ কল ম্যানেজমেন্টের সুবিধাও নিয়ে আসছে অ্যাপটি।
স্মার্ট এসএমএস ও ইনবক্স ক্লিনার
আমাদের প্রত্যেকেরই মোবাইলে বহু অপ্রয়োজনীয় পুরনো এসএমএস জমা হয়ে পড়ে থাকে। যা শুধুমাত্র ফোনের মেমোরি দখল করে তা-ই নয়, ফোনটিকে ক্রমশ স্লো-ও করে দিতে পারে। তাই প্রয়োজনীয় তথ্য-সমৃদ্ধ এসএমএস ইনবক্সে রেখে অপ্রয়োজনীয় ও পুরনো মেসেজগুলি ইনবক্স থেকে ডিলিট করতে ট্রুকলার নিয়ে এসেছে অভিনব একটি সুবিধা যার নাম “ইনবক্স ক্লিনার” (Inbox Cleaner)।
জেনেনিন : খুব শীঘ্রই WhatsApp Multi Device Support-এর সাথে আসছে এই গুরুত্বপূর্ণ Security ফিচারটি, খুশির খবর
এতে ইউজাররা অ্যাপটির মেনুতে গিয়ে “ইনবক্স ক্লিনার” অপশনটি সিলেক্ট করলে কয়েক সেকেন্ডের ভেতরেই অ্যাপটি দেখিয়ে দেবে কতগুলি পুরনো অপ্রয়োজনীয় ওটিপি এসএমএস বা স্প্যাম এসএমএস জমা হয়ে আছে ইনবক্সে।
এরপর শুধু “ক্লিন আপ” অপশনটিতে ক্লিক করলেই প্রয়োজনীয় এসএমএস এর কোনো ক্ষতি না করে সমস্ত অপ্রয়োজনীয় এসএমএস গুলি ডিলিট করে দেবে অ্যাপটি।
কারা পাচ্ছেন এই সুবিধা?
অ্যাপ কর্তৃপক্ষের মতে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটির লেটেস্ট ভার্সন ইন্সটল করলেই ভারত, কেনিয়া, নাইজেরিয়া এবং সাউথ আফ্রিকার ইউজাররা এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া ইজিপ্ট, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুইডেন এবং ইউএসএতে এই অ্যাপটির সুবিধাগুলি খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।
তাহলে আর দেরি কেন? আপনি যদি TrueCaller App ব্যবহার করেন তাহলে এখুনি Google Play Store ভিসিট করুন। আর এই সমস্ত নতুন ফিচার্স পেতে আপডেট করেনিন TrueCaller Application টিকে।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।