Reliance Jio নিয়ে আসছে JioFiber এর পোষ্টপেইড সার্ভিস, দেখে নিন কি কি সুবিধা পাওয়া যাবে, কেমন এই সার্ভিস?

reliance jio launches jiofiber post paid services here is everything you need to know

রিলায়েন্স জিওর (Reliance Jio) জিও ফাইবার (JioFiber) ইতিমধ্যেই অনেক জনপ্রিয়তা পেয়েছে দেশে। আর সেই জনপ্রিয়তার কথা খেয়াল করেই নতুন এক উদ্যোগ নিয়ে এল রিলায়েন্স জিও। আগামীকাল থেকেই এভেলেবেল হয়ে যাবে রিলায়েন্স জিও-র জিও ফাইবার এর পোষ্টপেইড সার্ভিস (Post-Paid Service)। যেখানে আপনাকে নতুন কানেকশনের জন্য কোনরকম ইনস্টলেশন ফি (Installation Fees) পর্যন্ত দিতে হবে না। 

এবার দেখে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত। ইনস্টলেশন চার্জ তো লাগবে না। তবে এই সুবিধা পাওয়ার জন্য কাস্টমারদের 6 মাস অথবা 12 মাসের রিচার্জ প্ল্যান সিলেক্ট করে নিতে হবে। যেখানে রিলায়েন্স জিওর এই প্ল্যানের দাম শুরু হচ্ছে 399 টাকা প্রতি মাসের জন্য। নিঃসন্দেহে বলা যায় এই সার্ভিস খুবই কমে পাবেন দেশের জনগণ। 

জেনেনিন : Battlegrounds Mobile India খেলতে গেলে প্রয়োজন হবে OTP অথেন্টিকেশনের, জেনেনিন সমস্ত নিয়ম

এর থেকে বেশি দামের প্ল্যানে গেলে আপনি তার মধ্যে OTT সার্ভিসও পেয়ে যাবেন। যেগুলোর মাধ্যমে আপনি বেশ কিছু জনপ্রিয় OTT প্লাটফর্মের সুবিধা উপভোগ করতে পারবেন। তবে তার জন্য আপনাকে 1,000 টাকা রিফান্ডেবেল সিকিউরিটি ডিপোজিট (Refundable Security Debosit) দিতে হবে। অর্থাৎ এই টাকা আপনি ফেরত পেয়ে যাবেন যখন আপনি সার্ভিস ব্যবহার বন্ধ করে দেবেন। 

এক্ষেত্রে 4K সেট টপ বক্স আপনাকে দেওয়া হবে। যার মাধ্যমে আপনি Amazon Prime, Zee5, SonyLiv, Hoichoi, SunNxt, Disney Hotstar মত সমস্ত OTT প্লাটফর্ম গুলো ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন। 

আর এই জিও ফাইবার এর পোস্ট পেইড কাস্টমারদের কথা মাথায় রেখেই রিলায়েন্স জিও নিয়ে আসছে অলওয়েজ অন সার্ভিস (Always On Service)। অর্থাৎ 24/7 কাস্টমার সাপোর্ট (Customer Support)। এই বিষয়ে কাস্টমারদের নানান সমস্যার সমাধান নিয়ে চলে আসবে তারা। সাথে নিয়ে আসা হয়েছে Auto Payment ফিচারও।

একথা বলার প্রয়োজন রাখেনা রিলায়েন্স জিও দেশের অন্যতম বড় ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার। টেলিকমের জগতে তারা খুবই অল্প সময়ে অসাধ্য সাধন করেছে। যুগান্তকারী পরিবর্তন এনেছে তারা দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে।