খুব শীঘ্রই খুবই ইন্টারেস্টিং ফিচার গুগল নিয়ে আসতে চলেছে এন্ড্রয়েড স্মার্টফোনে। সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই এই সমস্ত ফিচারস রোল আউট দেওয়া হবে। দেখে নেওয়া যাক এই সমস্ত ইন্টারেস্টিং ফিচার গুলো সম্পর্কে বিস্তারিত।
Table of Contents
আর্থকোয়েক এলার্ট সিস্টেম
এই বছরই গুগল রোল আউট করতে পারে এই অ্যান্ড্রয়েড আর্থ কোয়েক এলার্ট সিস্টেম কে। এখনো পর্যন্ত শুধুমাত্র নিউজিল্যান্ড এবং গ্রিসে এই সার্ভিস উপলব্ধ রয়েছে। খুব শীঘ্রই গুগল ফিলিপিনস, তুর্কি, কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ইত্যাদি দেশে রিলিজ করে দেবে এই ফিচার। এই ফিচারের ফলে ভূমিকম্প শুরু হওয়ার আগেই ইউজাররা তাদের হ্যান্ডসেটে নোটিফিকেশন পেয়ে যাবেন।
মনে করা হচ্ছে যে সমস্ত দেশেতে আর্থ কোয়েক অর্থাৎ ভূমিকম্প হওয়ার প্রবণতা বেশি। সেই সমস্ত দেশগুলোতেই প্রথমেই সার্ভিস উপলব্ধ করে দিতে চাইছে গুগল। বিশ্বের উন্নত দেশেও ধীরে ধীরে গুগল লঞ্চ করে দেবে এই সার্ভিস।
স্টার দিয়ে রাখুন গুরুত্বপূর্ণ মেসেজ
আমরা অনেক সময় বিভিন্ন ধরনের মেসেজ পায়। স্পাম মেসেজ থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির মেসেজ এসে ঢোকে আমাদের ইনবক্সে। এবার থেকে আপনার ইনবক্সে পাওয়া মেসেজগুলোর মধ্যেও কোনটা গুরুত্বপূর্ণ সেটাকে আপনি স্টার করে রাখতে পারবেন।
ফলে খুব সহজেই আপনি খুঁজে বার করতে পারবেন আপনার সর্বাধিক গুরুত্বপূর্ণ মেসেজটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার টিকে roll-out করে দেওয়া হবে ইউজারদের জন্য।
অটোমেটিক ইমোজি কিচেন
মেসেজ টাইপ করার সময় এবার গুগোল অটোমেটিকেলি সেই মেসেজের জন্য উপযুক্ত ইমোজি কিচেন আপনার সামনে নিয়ে চলে আসবে। নতুন আপডেটে খুব শীঘ্রই আসতে চলেছে এই ফিচার। এর ফলে খুব তাড়াতাড়ি ইমোজি দিয়ে আপনি রেসপন্স করতে পারবেন। এবং আপনার পছন্দের ইমোজি চলে আসবে আপনার হাতের নাগালেই খুব সহজেই।
ইতিমধ্যে Android বিটা ইউজারদের জন্য এই ফিচার roll-out করে দেওয়া হয়েছে। তবে সমস্ত ভাষার জন্যই এখন এই সুবিধা নেই শুধুমাত্র স্প্যানিশ, পর্তুগিজ এবং ইংলিশ ভাষা গুলির জন্য সুবিধা আপাতত রিলিজ করা হয়েছে।
প্রিয় অ্যাপের সাথে ইন্টার্যাকশন আরও সহজ
গুগল আসিস্ট্যান্টের সাহায্যে শুধুমাত্র এক লাইনেই আপনার প্রিয় অ্যাপ্লিকেশন এর সাথে সংযোগ স্থাপন করতে পারবেন এবার খুব সহজেই। মনে করুন ক্যাপিটাল ওয়ান নামে অ্যাপ্লিকেশন আপনি ওপেন করবেন এবং সেখানে গিয়ে বিল পেমেন্ট করবেন।
জেনেনিন : Battlegrounds Mobile India খেলতে গেলে প্রয়োজন হবে OTP অথেন্টিকেশনের, জেনেনিন সমস্ত নিয়ম
তাহলে এক বাক্যেই আপনি যদি বলে দেন “Hey Google, pay my capital one bill” তাহলে গুগল সঙ্গে সঙ্গে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবে এবং আপনার এই বিল পেমেন্ট এর কাজটি মিটিয়ে দেবে। এছাড়াও আরো অনেক শর্টকাট অ্যাক্সেস করতে পারবেন এই পদ্ধতিতে তার জন্য বলতে “Hey Google, shortcut”
ভয়েস একসেসে আসছে গেজ ডিটেকশন
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে ভয়েস অ্যাকসেস আমরা প্রচন্ড রকম ভাবে ব্যবহার করি। এভাবেই ভয়েস অ্যাকসেসে আসতে চলেছে গেজ ডিটেকশন (Gaze Detection)। অর্থাৎ এই ভয়েস অ্যাকসেস তখনই কাজ করবে যখন আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন। স্ক্রিনের দিকে না তাকিয়ে আপনি যদি ভয়েস অ্যাকসেস ব্যবহার করতে চান তাহলে সেটা কাজ করবেনা।
নিঃসন্দেহে গুগলের এই আপকামিং ফিচারগুলো অ্যান্ড্রয়েড ইউজারদের অনেক সুবিধা প্রদান করবে। সাহায্য করবে স্মার্টফোন কে আরও প্রডাক্টিভলি ব্যবহার করতেও।