জিও যখন FUP মিনিট চালু করেছিল অনেকে মনে করেছিলেন যে এর ফলে জিওর ইউজার সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে, ঘটল তার ঠিক বিপরীত।
অন্য দিকে যখন অন্যান্য টেলকো গুলি আনলিমিটেড কলিং দিচ্ছে তখন ভাবা হয়েছিল যে এবার ইউজার বাড়তে পারে তাদের, কিন্তু ঘটলনা সেই ঘটনা।
ঝড়ের গতিতে বাড়ছে জিওর গ্রাহক সংখ্যা, ধারে কাছেও ঘেঁষতে পারছে না অন্য টেলিকম সংস্থাগুলি। রিলায়েন্স জিওর গ্রাহকসংখ্যা 387 মিলিয়ন, লকডাউনের মধ্যে কেবল মার্চে জিও সংগ্রহ করেছে 4.68 মিলিয়ন নতুন ইউজার। অবাক করার মতো তথ্যটি হলো জিও ও BSNL ছাড়া অন্য নেটওয়ার্ক নতুন কোনো ইউজার পাননি মার্চে।
এর সঙ্গেই ভোডাফোন আইডিয়া ও এয়ারটেলের খারাপ সার্ভিসের কারণে গ্রাহক সংখ্যা খোয়াচ্ছে, জনপ্রিয়তাও কমছে দিন দিন। মার্চ মাসে গ্রাহক সংখ্যার বৃদ্ধির ভিত্তিতে এই রিপোর্টটি তৈরি করেছে TRAI।
অন্যদিকে রাষ্ট্র পরিচালিত বিএসএনএল মার্চ মাসে মাত্র 95K নতুন গ্রাহক যুক্ত করেছে এবং এর মোট সংখ্যা এখন 11.97 কোটি গ্রাহক।
আরও জানুন : এবার মি বিক্রি করবে পোর্টেবল এয়ার কম্প্রেসার, দেখেনিন কি কি ফিচার পাবেন !
মার্চ মাসে এয়ারটেলের ইউস ছেড়ে দিয়েছেন 12 লক্ষ গ্রাহক। অন্যদিকে ভোডাফোন আইডিয়া এই মার্চ মাসেই 63 লক্ষ গ্রাহক হারিয়েছে, যা দুই টেলকোর চিন্তার বিষয়।
ব্রডব্যান্ড বাজারেও বাকিদের কয়েক গোল দিয়ে শীর্ষে সেই রিলায়েন্স জিও। ব্রডব্যান্ডের গ্রাহক সংখ্যার বিচারে মার্চ মাসের শেষে রিলায়েন্স জিওর ঝুলিতে রয়েছে 388.39 মিলিয়ন গ্রাহক।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে নামি কোম্পানিগুলি জিওতে বিনিয়োগ করেই যাচ্ছেন, ফলে জিও নেটওয়ার্ক ক্রমাগত উন্নতি করছে।