এবার মি বিক্রি করবে পোর্টেবল এয়ার কম্প্রেসার, দেখেনিন কি কি ফিচার পাবেন

বেশ কিছুদিন ধরেই শাওমি ইন্ডিয়া এর টিজার পোস্ট করে চলেছিল । এইবার হল অপেক্ষার অবসান । ভারতের বাজারে মি ক্রাউড ফান্ডিং শুরু করল তাদের পোর্টেবল ইলেকট্রিক এয়ার কম্প্রেসার এর । 

কি কি সুবিধা থাকছে এই মি পোর্টেবল ইলেকট্রিক এয়ার কম্প্রেসারে ? 

শাওমির ওয়ারলেস পোর্টেবল ইলেকট্রিক এয়ার কম্প্রেসারের সাহায্যে আপনি খুব সহজে টাইয়ার প্রেশার মেপে নিতে পারবেন । শুধুমাত্র তাই নয় এটা খুবই ছোট এবং খুবই পোর্টেবল ।

আপনি অটোমেটিক প্রেসার সেট করে দিতে পারবেন যেটা ফিল হয়ে গেলে সেটা থেমে যাবে অটোমেটিক্যালি ।

এরমধ্যে রয়েছে বিল্টইন লিথিয়াম ব্যাটারি যার সাহায্যে পাঁচটি গাড়ির টায়ার কে আপনি ফিলাপ করতে পারবেন । এবং প্রত্যেকটা টায়ার ফিল হবে 6 মিনিট সময়ের মধ্যে বলে ক্লেম করছে শাওমি।

এর সাহায্যে আট টি বাইসাইকেল টায়ার আপনি ফিল করতে পারবেন । এবং তার জন্য প্রত্যেকটা টায়ার ফিল করতে সময় লাগবে তিন মিনিট করে । 

শুধুমাত্র তাই নয় এর মধ্যে থাকছে বিল্ট-ইন এলইডি লাইটিং । যার সাহায্যে অন্ধকারেও এটাকে অপারেট করা খুব সহজ হয়ে যাবে । 

আরও জানুন : ভারতের ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে বড় পদক্ষেপ গুগলের, রয়েছে মোটা অঙ্কের বিনিয়োগ !

আর চার্জ দেওয়ার জন্য আপনি পাচ্ছেন মাইক্রো ইউএসবি পোর্ট। যার সাহায্যে খুব সহজেই চার্জ দিতে পারবেন এই ডিভাইসটিতে ।

কোথা থেকে কিনবেন এই পোর্টেবল ইলেকট্রিক এয়ার কম্প্রেসার ?

এখনই যদি আপনি ক্রাউডফান্ডিং কে সাপোর্ট করেন তাহলে তার জন্য 2,299 টাকা আপনাকে পে করতে হবে । এবং এর শিপিং শুরু হবে আগস্ট মাসের 10 তারিখ থেকে ।

আপনি এখনি অর্ডার করতে চাইলে ভিজিট করুন এখানে