এবার জিও প্ল্যাটফর্মে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করতে চলেছে এই বিখ্যাত কোম্পানি, চমকের শেষ নেই

গত এপ্রিল মাস থেকেই জিও তাদের স্টক বিক্রি শুরু করেছিল । এবং সেখানে ফেসবুকের মতো বিশ্ব বিখ্যাত টেক কোম্পানি এসে বিনিয়োগ করে সবাইকে চমকে দিয়েছিল । 

তারপর থেকে একের পর এক বিনিয়োগ এসে গেছে জিও প্লাটফর্মে । তারই মতো এবার নতুন এক খবর এসে পড়েছে । 

জিও প্লাটফর্মে বিনিয়োগ করতে চলেছে কোয়ালকম ভেঞ্চারস। মনে করা হচ্ছে কোয়ালকম ভারতে জিও কে ফাইভ-জি ইনফ্রাস্ট্রাকচার আরো ভালোভাবে ছড়িয়ে দিতে সাহায্য করবে ।

জিও তে তারা 730 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে 0.15 পারসেন্ট স্টেকের জন্য । এই সমস্ত ইনভেস্টমেন্ট গুলো জিও কে নেট ডেবট ফ্রি হতে সাহায্য করবে । যেটা তাদের অন্যতম লক্ষ্য।

ফেসবুকের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর জিও অনেক নতুন নতুন উদ্যোগের কথা জানিয়েছিল ভারতের বাজারে ।

আরও জানুন : এবার জিও তে 5.7 বিলিয়ন ইউএস ডলার ইনভেস্ট করতে চলেছে ফেসবুক !

তাই এবারও আশাবাদী জিও ইউজাররা । এবার কি চমক থাকছে সেটা সময়ই বলে দেবে ।