ওয়ানপ্লাস নর্ডের প্রি-অর্ডার আজ থেকে শুরু হচ্ছে, জেনে নিন বিস্তারিত

বহু প্রতীক্ষিত ফোন ওয়ানপ্লাস নর্ডের প্রি-অর্ডার আজ থেকে শুরু হবে ভারতে। আগামী ২১ শে জুলাই লঞ্চ হবে মিড-রেঞ্জের এই স্মার্টফোনটি। আজ ঠিক বেলা দেড়টা থেকে Amazon.in মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে।

ওয়ানপ্লাস পাঁচ হাজার টাকারও বেশি দামের কয়েকটি প্রি-বুকিং অফারও ঘোষণা করেছে। যারা প্রি-বুকিং করবেন তাঁরা পেয়ে যাবেন আকর্ষণীয় সব গিফট। 31 শে আগস্টের আগে ফোনটি কিনবেন তাঁরা পেয়ে যাবেন আরো একটি সারপ্রাইজ গিফট।

কিভাবে করবেন ওয়ানপ্লাস নর্ডের প্রি-বুকিং ?

  1. ওয়ানপ্লাস নর্ড প্রি-অর্ডার দেওয়ার জন্য আমাজান ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে বা অ্যাপে 499 টাকা ডিপোজিট করুন।
  2. অর্ডার করে ফেললেই কিছু দিনের মধ্যে ওয়ান প্লাসের পক্ষ থেকে পেয়ে যাবেন এক সারপ্রাইজ গিফট বক্স।
  3. আপনি 31 আগস্টের আগে ডিভাইস ক্রয় শেষ করার পরে পেয়ে যাবেন ডিভাইসটি, তার সাথে আকর্ষণীয় কিছু গিফট।
  4. একুশে জুলাই লঞ্চ ইভেন্টে ভারতে ওয়ানপ্লাস নর্ডের স্পেসিফিকেশন ও দাম ঘোষণা করা হবে, তাই বাকি টাকা পরে পে করতে হবে।

কি কি স্পেসিফিকেশন পাবেন এই ফোনে ?

চিপসেট: স্ন্যাপড্রাগন 765G 5G চিপসেট।

স্পেশাল ফিচার: Warp Charge 30T ফাস্ট চারজিং।

ক্যানেক্টিভি: 5G, 4G LTE, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.1, MIMO, GPS এবং USB Type-C।

স্ক্রিন: 90 হার্জ রিফ্রেস রেটসহ 6.44-inch- FHD+  ডিসপ্লে।

ব্যাক ক্যামেরা: কোয়াড ক্যামেরা সেট-আপ। 48MP Sony IMX586 primary sensor, একটি 8MP secondary sensor with an ultra-wide-angle lens, , একটি 5MP ডেপথ সেন্সর এবং একটি ম্যাক্রো লেন্স।

ফ্রন্ট ক্যামেরা: 32 মেগাপিক্সেল+8MP আল্ট্রা ওয়াইড সেন্সর (105-degree field of view)।

RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট: 8 GB ও 12GB RAM যুক্ত ভ্যারিয়েন্ট , তার সাথে যথাক্রমে পাবেন 128GB ও 256GB স্টোরেজ।

অপারেটিং সিস্টেম: অক্সিজেন OS দ্বারা পরিচালিত Android 10 ইন বক্স।

আরও জানুন : বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হয়ে গেলেন মুকেশ আম্বানি, ছাড়িয়ে গেলেন গুগলের প্রতিষ্ঠাতা কেও !

ব্যাটারি: 4,115mAh( ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড)।

কালার ভ্যারিয়েন্ট: Blue Marble, Gray Onyx ও Gray Ash।

দাম (এক্সপেক্টেড): Rs. 34,990।