বহু প্রতীক্ষিত ফোন ওয়ানপ্লাস নর্ডের প্রি-অর্ডার আজ থেকে শুরু হবে ভারতে। আগামী ২১ শে জুলাই লঞ্চ হবে মিড-রেঞ্জের এই স্মার্টফোনটি। আজ ঠিক বেলা দেড়টা থেকে Amazon.in মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে।
ওয়ানপ্লাস পাঁচ হাজার টাকারও বেশি দামের কয়েকটি প্রি-বুকিং অফারও ঘোষণা করেছে। যারা প্রি-বুকিং করবেন তাঁরা পেয়ে যাবেন আকর্ষণীয় সব গিফট। 31 শে আগস্টের আগে ফোনটি কিনবেন তাঁরা পেয়ে যাবেন আরো একটি সারপ্রাইজ গিফট।
কিভাবে করবেন ওয়ানপ্লাস নর্ডের প্রি-বুকিং ?
- ওয়ানপ্লাস নর্ড প্রি-অর্ডার দেওয়ার জন্য আমাজান ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে বা অ্যাপে 499 টাকা ডিপোজিট করুন।
- অর্ডার করে ফেললেই কিছু দিনের মধ্যে ওয়ান প্লাসের পক্ষ থেকে পেয়ে যাবেন এক সারপ্রাইজ গিফট বক্স।
- আপনি 31 আগস্টের আগে ডিভাইস ক্রয় শেষ করার পরে পেয়ে যাবেন ডিভাইসটি, তার সাথে আকর্ষণীয় কিছু গিফট।
- একুশে জুলাই লঞ্চ ইভেন্টে ভারতে ওয়ানপ্লাস নর্ডের স্পেসিফিকেশন ও দাম ঘোষণা করা হবে, তাই বাকি টাকা পরে পে করতে হবে।
কি কি স্পেসিফিকেশন পাবেন এই ফোনে ?
চিপসেট: স্ন্যাপড্রাগন 765G 5G চিপসেট।
স্পেশাল ফিচার: Warp Charge 30T ফাস্ট চারজিং।
ক্যানেক্টিভি: 5G, 4G LTE, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.1, MIMO, GPS এবং USB Type-C।
স্ক্রিন: 90 হার্জ রিফ্রেস রেটসহ 6.44-inch- FHD+ ডিসপ্লে।
ব্যাক ক্যামেরা: কোয়াড ক্যামেরা সেট-আপ। 48MP Sony IMX586 primary sensor, একটি 8MP secondary sensor with an ultra-wide-angle lens, , একটি 5MP ডেপথ সেন্সর এবং একটি ম্যাক্রো লেন্স।
ফ্রন্ট ক্যামেরা: 32 মেগাপিক্সেল+8MP আল্ট্রা ওয়াইড সেন্সর (105-degree field of view)।
RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট: 8 GB ও 12GB RAM যুক্ত ভ্যারিয়েন্ট , তার সাথে যথাক্রমে পাবেন 128GB ও 256GB স্টোরেজ।
অপারেটিং সিস্টেম: অক্সিজেন OS দ্বারা পরিচালিত Android 10 ইন বক্স।
আরও জানুন : বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হয়ে গেলেন মুকেশ আম্বানি, ছাড়িয়ে গেলেন গুগলের প্রতিষ্ঠাতা কেও !
ব্যাটারি: 4,115mAh( ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড)।
কালার ভ্যারিয়েন্ট: Blue Marble, Gray Onyx ও Gray Ash।
দাম (এক্সপেক্টেড): Rs. 34,990।