সর্বশেষ ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক অনুসারে, আম্বানির সম্পদ এখন 2.17 বিলিয়ন ডলার বেড়ে 72.4 বিলিয়ন ডলার (5.44 লক্ষ কোটি টাকা) দাঁড়িয়েছে।
হ্যাঁ, সত্যিই অবাক করার মতো তথ্য উঠে এলো এই সূচকে। Alphabet Co-founder ল্যারি পেজকে ছাড়িয়ে বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হয়ে গেলেন মুকেশ আম্বানি।
আম্বানি আমেরিকান ব্যবসায়ী স্টিভ বল্মারের চেয়ে পিছনে আছেন যিনি 74.6 বিলিয়ন ডলার মূল্যের সাথে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
বিবিআইতে আম্বানির এমন স্থান দখল কারণটি হল রিলায়েন্সের পারফরম্যান্স। রিলায়েন্স জিও মাত্র গত 22 দিনে 7.9 billion-dollar অর্জন করেছেন।
মার্চ মাসে এই ডিজিটাল ইউনিট ফেসবুক, সিলভার লেক এবং সম্প্রতি কোয়ালকম সহ সংস্থাগুলির কোটি কোটি বিনিয়োগ পেয়েছে বলে এই সংস্থার শেয়ারের দাম নীচ থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে।
রিপোর্টে এমনও শোনা যাচ্ছে যে গুগলও রিলায়েন্সে বিনিয়োগ করতে চাইছে। এর ফলে পরবর্তী সময়ে মুকেশ আম্বানি হয়তো ওই তালিকায় আরো উপরে উঠতে পারেন।
রিলায়েন্স জিও সম্প্রতি তার জুম রাইভাল, জিওমিটও চালু করেছে, জিও ইউনিভার্সিটি ও তৈরি হয়েছে।
আরও জানুন : ভারতের ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে বড় পদক্ষেপ গুগলের, রয়েছে মোটা অঙ্কের বিনিয়োগ !
সংস্থাটি 15 ই জুলাই তার বার্ষিক সাধারণ সভা করতে চলেছে। আশা করা যায় যে এই সভায় কোম্পানির ভবিষ্যতের পরিকল্পনা এবং বর্তমানে তার অবস্থান সম্পর্কে জানানো হবে।
জিওফোন 3 ও এই সভায় রিভিল হতে পারে বলে অনুমান করছেন অনেকেই।