গুগল এবং আলফাবেট এর সিইও সুন্দর পিচাই ভারতের ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে নিলেন এক বিরাট বড় পদক্ষেপ। আগামী 5-7 বছরের মধ্যে 75 হাজার কোটি টাকার বেশি ইনভেস্ট করতে চলেছে গুগল, সুন্দর পিচাই এমনটিই জানালেন গুগোল ইন্ডিয়ার ভার্চুয়াল ইভেন্টে।
ইকুইটি ইনভেস্টমেন্ট , টাই -আপস, মার্কেটিং এর মাধ্যমে এই বিপুল অর্থ ইনভেস্টমেন্টে করা হবে।
সুন্দর পিচাই এর মতে গুগল ইন্ডিয়ার এই পদক্ষেপটি ভারতের ডিজিটাল উন্নতির ব্যাপক উন্নতি ও প্রসার ঘটাতে সাহায্য করবে। গুগলের ভারতের জন্য ভবিষ্যৎ ডিজিটাল অর্থনৈতিক ভাবনা এই ইনভেস্টমেন্টেরর মাধ্যমে প্রকাশিত হলো।
তিনি আরও বলেন, বিনিয়োগগুলি ভারতের ডিজিটাইজেশনের চারটি মূল ক্ষেত্রে মনোনিবেশ করবে।
এর মধ্যে অন্যতম ক্ষেত্র গুলি হলো:
- প্রতিটি ভারতীয়কে তাদের নিজস্ব ভাষায় সাশ্রয়ী মূল্যের অ্যাক্সেস এবং তথ্য প্রদান করা।
- ভারতের অনন্য চাহিদার সাথে সম্পর্কিত নতুন পণ্য ও পরিষেবা নির্মাণ।
- স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষির মতো ক্ষেত্রে সামাজিক উন্নয়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ।
- ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান গুলির ডিজিটাইজেশন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেওয়া।
- ভারতীয় ডিজিটাল অর্থনীতির উন্নয়ন।
দেখেনিন সুন্দর পিছাইয়ের করা টুইট !
আরও জানুন : এবার জিও প্ল্যাটফর্মে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করতে চলেছে এই বিখ্যাত কোম্পানি, চমকের শেষ নেই !
পিচাই বলেছেন তাদের সঙ্গে ভারতের বিভিন্ন ব্যবসায়ীর আগেই যোগসুত্র তৈরি হয়েছে । তারা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যবহার যথেষ্ট বেড়েছে। ভারতের অধিকাংশ অংশ এখন ম্যাপে আপলোড করা সম্ভব হয়েছে । তারপর বিভিন্ন ড্রাইভার এর তথ্য থেকে আরম্ভ করে অনেক কিছুই এখন গুগলের সহজলভ্য।