রিয়েলমি C11 আজ লঞ্চ হল ভারতে, দেখুন বিস্তারিত

রিয়েলমি নির্দিষ্ট ইন্টারভেল অন্তর এমনভাবে স্মার্টফোন থেকে আরম্ভ করে স্মার্ট ওয়াচ স্মার্ট টিভি লঞ্চ করে যাচ্ছে যে মনে হচ্ছে বিশ্বব্যাপী মহামারী কোনো পরিকল্পনাই ফল ফেলতে পারেনি। রিয়েলমির যে ব্যপারটা আজকাল অনেক ইউজারই পছন্দ করে সেটি হল এর কম প্রাইস এর মধ্যে এত সুন্দর স্মার্টফোন গুলো।

রিয়েলমি ভারতে আজ দুটি প্রডাক্ট লঞ্চ করেছে – রিয়েলমি রিয়েলমি C11 ফোন এবং রিয়েলমি 30 ওয়াট ডার্ট চার্জ 10,000 এমএএইচ পাওয়ার ব্যাংক।

আজ ঠিক দুপুর বারোটায় ভারতীয় e-commerce প্লাটফর্ম ফ্লিপকার্টে এই দুটি প্রডাক্ট লঞ্চ করে রিয়েলমি।

কি কি স্পেসিফিকেশন আছে রিয়েলমি C11 এ?

চিপসেট: MediaTek Helio G35 SoC।

ক্যানেক্টিভি:ডুয়াল 4G volte।

স্ক্রিন: 6.5-inch HD+ (720×1,600 pixels) Mini-drop  ডিসপ্লে।

ব্যাক ক্যামেরা: ডুয়াল ক্যামেরা সেট-আপ। 13 MP+2MP

ফ্রন্ট ক্যামেরা: 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট:2GB LPDDR4X RAM ও 32 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

আরও জানুন : এবার জিও প্ল্যাটফর্মে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করতে চলেছে এই বিখ্যাত কোম্পানি, চমকের শেষ নেই !

অপারেটিং সিস্টেম: রিয়েলমি UI, Android 10 ইন বক্স।

ব্যাটারি: 5,000mAh

দাম: 7,499 টাকা

এর প্রথম সেল শুরু হবে ২২ জুলাই দুপুর ১২ টায় !