রিলায়েন্স জিওর পর এবার এয়ারটেল লঞ্চ করে দিলো ভিডিও কনফারেন্সিং সার্ভিস, লড়াই চলবে জুম, জিও মিট, গুগল মিটের সাথে

লক ডাউনের মধ্যে ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশনগুলোর রমরমা অত্যন্ত বেড়ে গেছে । এর আগেই আমরা জানিয়েছিলাম জিও লঞ্চ করেছিল ভিডিও কনফারেন্সিং সার্ভিস। যার নাম তারা দিয়েছিল জিও মিট। যেটা সরাসরি টক্কর দিচ্ছে জুম এবং গুগল মিটের সাথে।

তার পরেই আমরা জানতে পেরেছিলাম এয়ারটেলও একটা ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন নিয়ে আসতে চলেছে ভারতের বাজারে ।

সেই অপেক্ষার হল অবসান । অবশেষে এয়ারটেলে লঞ্চ করে দিল তাদের ভিডিও কনফারেন্সিং সার্ভিস। তবে এর জন্য তারা নিজেরা কোনরকম অ্যাপ্লিকেশন বা সার্ভিস তৈরি করেনি । তার পরিবর্তে তারা ব্লু জিন্স প্ল্যাটফর্মের সাথে পার্টনারশিপ করেছে ।

যার মাধ্যমে তারা প্রোভাইড করবে ভিডিও কনফারেন্সিং এর সুবিধা । 

তবে জিও মিটের মতো এয়ারটেলের এই সার্ভিসে সবাইকার জন্য থাকছে না । এয়ারটেল এবং ব্লু জিন্স বিশেষত টার্গেট করছে এন্টারপ্রাইজ গুলিকে। 

অর্থাৎ এটা একটা ইন্টারপ্রাইজ প্রোডাক্ট হিসেবে তারা তুলে ধরতে চাইছে।  যদিও প্রথম তিন মাসের জন্য এটা ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং অবশ্যই সে তিন মাসের পর থেকে আপনাকে চার্জ দিতে হবে এটা ব্যবহার করার জন্য ।

রিসেন্টলি চাইনিজ আপ্লিকেশন ব্যানের পর একটা বিষযয়ের প্রতি সমস্ত কোম্পানিগুলির নজর দিচ্ছে । এয়ারটেল বলেছে যে তারা সমস্ত ইউজারদের তথ্য স্টোর করে রাখবে ভারতে রাখা ডাটা সেন্টার গুলিতে। 

কি কি বিশেষ ফিচার পাবেন এই এয়ারটেল ও ব্লু জিন্স ভিডিও কনফারেনসিং সার্ভিসে ?

ব্লু জিন্স এর মধ্যেও কিছু অবাক করা ভিডিও কলিং ফিচার রয়েছে । 

এখানে একসাথে আপনি 50,000 পার্টিসিপেন্টদের সাথে ভিডিও কল করতে পারবেন ।

এবং এটা ডেস্কটপ থেকে শুরু করে মোবাইল সমস্ত জায়গাতেই একসাথে আপনি ব্যবহার করতে পারবেন ।

আরও জানুন : 16ই জুলাই ভারতে লঞ্চ হবে Vivo X50 সিরিজ, টক্কর হবে ওয়ান প্লাস নর্ডের সাথে !

আর অবশ্যই ব্লু জিন্স এ জয়েন করা থেকে সাইন আপ করা সমস্ত কিছুই টু স্টেপ অথেনটিকেশন প্রসেস। যা প্রচন্ড রকমের সিকিউর ।

ভারতের বাজারে জিও মিট, জুম এর সাথে এয়ারটেল এবং ব্লু জিন্স এর এই উদ্যোগ প্রতিযোগিতায় টিকে থাকতে পারে কিনা সেটাই এখন দেখার।