কবে লঞ্চ হচ্ছে Realme GT 5G ও Realme Laptop? জানালেন মাধব সেঠ নিজেই

realme upcoming laptop and tab images leaked online
Realme Book

Realme GT 5G ভারতের বাজারে কবে লঞ্চ হচ্ছে এই বিষয়ে সকলের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছেই। তার সাথে এক্সাইটমেন্ট রয়েছে রিয়েলমির আপকামিং ল্যাপটপ সম্পর্কেও। এই সমস্ত কিছু নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আজকে মাধব সেট নিজেই। চলুন জেনে নেওয়া যাক কবে লঞ্চ হবে এই দুটো Realme প্রোডাক্টস আর এই প্রোডাক্টস সম্পর্কে কি জানতে পারছি আমরা। 

মাধব সেঠ আজকের #AskMadhav এপিসোডে জানিয়েছেন Realme GT 5G ভারতে লঞ্চ করা হবে দিওয়ালির আগেই। আর তারই সাথে তিনি এটাও জানাতে ভোলেননি বহুপ্রতীক্ষিত রিয়েলমি ল্যাপটপ ভারতে আনা হবে এই বছরের শেষের দিকে।

ইতিমধ্যেই এই দুটি প্রোডাক্ট নিয়ে রিয়েলমি লাভারদের মধ্যে উত্তেজনা অত্যন্ত রকমের বেশি। আর তাই কবে আসবে জিজ্ঞাসা করা হয়েছিল। তার উত্তরে রিয়েলমি ফ্যানদের আশ্বস্ত করে এটাই জানিয়েছেন রিয়েলমি ইন্ডিয়া এবং ইউরোপে সিইও। 

জেনে নেওয়া যাক Realme GT 5G-র স্পেসিফিকেশনস 

Realme GT 5G গ্লোবাল ভেরিয়েন্ট এর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম 6.43 ইঞ্চি FHD+ Super Amoled ডিসপ্লে রয়েছে। এর রিফ্রেশ রেট 120Hz এর। 12GB পর্যন্ত RAM এবং 256GBপর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে এই স্মার্টফোনের। তার সাথে রয়েছে Qualcomm Snapdragon 888 চিপসেট।

রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেনসর 64 মেগাপিক্সেল। সাথে 16 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। পাওয়া যাচ্ছে 4500mAh ব্যাটারি। যেটা সাপোর্ট করে 65W এর চার্জিং। 

রিয়েলমি ল্যাপটপ 

মাত্র কয়েকদিন আগেই রিয়েলমির তরফ থেকে টিজ করা হয়েছিল তাদের নতুন ল্যাপটপ। বলা হয়েছিল খুব শীঘ্রই আনা হবে দেশের বাজারে। লুকের দিক থেকে সম্পূর্ণভাবে ম্যাকবুকের মতোই ছিল সেই ল্যাপটপ।

পরবর্তীকালে অ্যান্ড্রয়েড অথরিটি লিক করেছিল এই ল্যাপটপের ছবি। সমস্ত কিছু দেখে আমরা রীতিমত এক্সাইটেড। তবে রিয়েলমি ইন্ডিয়া এবং ইউরোপে সিইও মাধব সেঠ জানিয়েছেন এই ল্যাপটপকে ভারতের নিয়ে আসা হবে এই বছরের একদম শেষের দিকেই। অর্থাৎ এর জন্যও বেশ কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে আমাদেরকে। তবে এই ল্যাপটপ সম্পর্কে বেশি কিছু এখনও জানা সম্ভব হয়নি। 

জেনেনিন : Vivo V21e 5G সম্পর্কে কি জানতে পারছি আমরা? এর লঞ্চ ডেট, সম্ভাব্য স্পেসিফিকেশন্স ও দাম

Realme-র এই দুটি প্রোডাক্ট নিয়ে আমরা এক্সাইটেড রীতিমতোই। তবে ল্যাপটপ সম্পর্কিত আর বেশি কিছু জানা যায়নি এখনও। এই দুটি প্রোডাক্ট নিয়ে আপনিও কি এক্সাইটেড? কমেন্ট করে জানাতে ভুলবেন না।