Realme গ্লোবালি লঞ্চ করে দিল Realme GT 5G, দেখেনিন এর স্পেসিফিকেশন্স, দাম

realme gt launched check out its specifications and price
Realme GT 5G (Image Credit : Realme)

আজই রিয়েলমি তরফ থেকে গ্লোবালি লঞ্চ করে দেওয়া হল Realme GT স্মার্টফোন। দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশনস, দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে।  

Realme GT 5G স্পেসিফিকেশন্স

প্রথমেই বলে রাখি স্মার্টফোনের ডিসপ্লের ব্যাপারে। ডিসপ্লের কথা বলতে গেলে এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 6.43 ইঞ্চির Full HD+ Amoled ডিসপ্লে। এর Refresh রেট 120Hz এর এবং Touch Sampling Rate পেয়ে যাবেন 360Hz এর।

এবার আসি স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে। এই স্মার্টফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং দুই মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স পাওয়া যাবে স্মার্টফোনে। সেলফি নেওয়ার জন্য থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। 

জেনেনিন : কেমন হবে Realme Narzo 30 4G ও 5G ভ্যারিয়েন্টের ডিজাইন ও ক্যামেরা? জানালেন মাধব সেঠ

প্রসেসর এর কথা বলতে গেলে এই স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon 888 প্রসেসর। যেটা একটি ফ্ল্যাগশিপ 5G প্রসেসর। এবার আসি স্মার্টফোনের ব্যাটারি সম্পর্কে। ব্যাটারি হিসাবে এই স্মার্টফোনে রয়েছে 4500mAh এর ব্যটারী। আর তার সাথে 65W এর Super Dart Fast Charging সাপোর্ট। এই চার্জার স্মার্টফোনটিকে মাত্র 35 মিনিটে ফুল চার্জ করে দিতে পারবে। যেটা নিঃসন্দেহে দারুন সুবিধাজনক হবে সকলের জন্যই।

দুটি স্মার্টফোন ভ্যারিয়েন্টস এভেলেবেল রয়েছে। একটি 8GB এবং 128GB। আরেকটি 12GB এবং 256GB। পেয়ে যাবেন USB Type C পোর্ট। 3.5mm হেডফোন জ্যাক। Dashing Blue, Racing Yellow এবং Dashing Silver এর তিনটি কালার অপশন আছে স্মার্টফোনটির। 

Realme GT-এর দাম 

8GB-128GB ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 39,850 টাকা। এবং 12GB- 256GB ভেরিয়েন্ট এর দাম ভারতীয় মুদ্রায় 53,200 টাকা। তবে লঞ্চ অফার হিসাবে ভালোই ডিসকাউন্ট পাওয়া যাবে এই স্মার্টফোন। 

বর্তমানে থাইল্যান্ডে, রাশিয়া, পোল্যান্ড  এই কয়েকটি দেশে এই স্মার্টফোন এভেলেবেল হয়ে গেছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই ভারত এবং ইউরোপের বাজারেও এই স্মার্টফোন চলে আসবে।