iOS এবং iPadOS 14 এর সাথেই Apple লঞ্চ করে দিয়েছিল পিকচার-ইন-পিকচার (Picture in Picture) সাপোর্ট। এতদিন পর্যন্ত ইউটিউবই এই ফিচারটিকে নিয়ে আসেনি তাদের অ্যাপ্লিকেশনে। অতিসম্প্রতি ইউটিউব এবার iOS এবং iPadOS দুটো প্ল্যাটফর্ম এর জন্যই লঞ্চ করে দিল এই Picture-in-Picture সাপোর্ট কে ।
তবে সাথে একটি টুইস্ট রয়েছে। এই সুবিধাটি লঞ্চ করা হয়েছে শুধুমাত্র ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের (YouTube Premium Subscribers) জন্যই। এবার থেকে এই সুবিধা থাকার জন্য ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইবারও তাদের ডিভাইসে মাল্টিটাস্কিং (Multitasking) করতে পারবেন ইউটিউব ভিডিও চলাকালীন।
এর জন্য কোন রকম সমস্যা হবে না। আর মিনিমাইজ করতে গেলে ইউটিউব অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে না। ইউটিউবে ভিডিও চলাকালীন যখন আপনি অন্য কোন এপ্লিকেশন ওপেন করবেন তখন ইউটিউবে ভিডিওটা ছোট্ট একটি উইন্ডোতে চলতে শুরু করে দেবে।
তারপর ডিসপ্লের একটা সাইডে বা যেকোন একটা জায়গায় সেটা অবস্থান করবে। পরবর্তীকালে সেটিকে আপনি সরিয়ে নিয়ে আপনার পছন্দমত জায়গায় রাখতে পারবেন। এতদিন পরে iOS প্ল্যাটফর্মের জন্য এই সুবিধা নিয়ে নিয়ে আসা হল। কিন্তু অনেকদিন আগে থেকেই সুবিধা রয়েছে অ্যান্ড্রয়েডেও। iOS এর মতোই শুধুমাত্র ইউটিউব প্রিমিয়াম মেম্বারদের জন্য এই সুবিধাটা রয়েছে Android-এও। ইউটিউবের জেনারেল মেম্বারদের জন্য আনা হয়নি এই সুবিধা।
তাই আপনি যদি iPhone বা iPad ইউজার হন। তারই সাথে ইউটিউব প্রিমিয়াম মেম্বার হন। তাহলে চিন্তা করতে হবে না আপনাকে। খুব সহজেই আপনি ইউটিউব ভিডিও চলাকালীন মাল্টিটাস্কিং করতে পারবেন। প্রিয় গান বা ভিডিও চালিয়ে রেখেই করা যাবে মেসেজ বা আপনার অনন্য কোনো প্রয়োজনীয় Application-এ কাজ।