জুন মাসের 24 তারিখে Vivo-র তরফ থেকে লঞ্চ হবে Vivo V21e 5G এই স্মার্টফোনটি। ইতিমধ্যেই স্মার্টফোনের বেশকিছু স্পেসিফিকেশন্স জানতে পারা গেল। চলুন জেনে নেওয়া যাক কেমন হতে চলেছে এই স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন্স ও দাম, সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Vivo V21e 5G এই স্মার্টফোনটির মধ্যে কি কি স্পেসিফিকেশনস রয়েছে?
সদ্য সদ্য লিক হয়ে গেছে Vivo V21e 5G-এর স্পেসিফিকেশন্স। জানা যাচ্ছে এর মধ্যে থাকতে পারে 6.4 ইঞ্চির FHD+ Amoled ডিসপ্লে। এর ব্রাইটনেস থাকবে 800nits এর। 60Hz এর রিফ্রেশ রেট থাকছে। থাকছে 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত UFS 2.1স্টোরেজ। প্রসেসর হিসেবে থাকছে MediaTek-এর Dimensity 700।
ক্যামেরার কথা বলতে গেলে মনে করা হচ্ছে এর মধ্যে থাকবে ডুয়েল ক্যামেরা (Dual Camera) সেটআপ। এর প্রাইমারি সেন্সর হতে পারে 64 মেগাপিক্সেলের এবং তার সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। 16MP সেলফি ক্যামেরা থাকবে।
জেনেনিন : 37 লাখ টাকার এই হেলমেট পড়ে দেবে আপনার মন, শুরু হয়ে গেল এর বিক্রি
আর থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (Side-Mounted Fingerprint Sensor)। ব্যাটারির কথা বলতে গেলে এর মধ্যে থাকছে 4000mAh এর ব্যাটারি। আর 44W ফাস্ট চার্জিং সাপোর্ট। আর তার সাথে ভায়োলেট কালারে এই স্মার্টফোনটি পাওয়া যাবে।
Vivo V21e 5G লঞ্চ ডেট
Vivo V21e 5G স্মার্টফোন টি লঞ্চ হতে চলেছে জুন মাসের 24 তারিখে। তবে এখনও এর লঞ্চ টাইম জানা যায়নি। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এই লঞ্চ ইভেন্ট হবে অনলাইনেই। লঞ্চ ইভেন্ট করা হবে ভিভোর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
Vivo V21e 5G এর দাম
Vivo V21e 5G স্মার্টফোনটির দাম মনে করা হচ্ছে 20,000 টাকার আশেপাশেই থাকবে। এই স্মার্টফোনের সমস্ত কিছু জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটি দিন।