আগামীকালই লঞ্চ হতে চলেছে স্যামসাংয়ের তরফ থেকে বহু প্রতীক্ষিত Samsung Galaxy M32 স্মার্টফোনটি। ইতিমধ্যে এই স্মার্টফোনের অনেক স্পেসিফিকেশনস লিক হয়ে গেছে। তার সাথে অনেক কিছু আমরা জানতে পারছি এই স্মার্টফোনের অফিশিয়াল মাইক্রোসাইট থেকে। যা আমাজনে অলরেডি তৈরি হয়ে গেছে। এবার জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের স্পেসিফিকেশনস কেমন হতে চলেছে। তার সাথে কেমন হতে চলেছে এর দাম। সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Samsung Galaxy M32 স্পেসিফিকেশনস
ইতিমধ্যেই স্মার্টফোনটির মাইক্রো সাইট তৈরী হয়ে গেছে Amazon India তে। সেখান থেকে আমরা জানতে পারছি এই স্মার্টফোনের মধ্যে থাকবে FHD+ sAMOLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হতে চলেছেন 90Hz। ব্রাইটনেস থাকবে 800 nits এর। ডিসপ্লে সাইজ হতে চলেছে 6.4 ইঞ্চি। ব্যাটারি কথা বলতে গেলে স্মার্টফোনে থাকবে 6000mAh এর ব্যাটারি।
জেনেনিন : 37 লাখ টাকার এই হেলমেট পড়ে দেবে আপনার মন, শুরু হয়ে গেল এর বিক্রি
রয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। থাকবে কুড়ি মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বাকি ক্যামেরা সেন্সর সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি স্যামসাং। আর মনে করা হচ্ছে এই স্মার্টফোনে থাকবে Gorilla Glass 5 এর প্রটেকশন। কিছু লিকস অনুযায়ী স্মার্টফোনে থাকবে MediaTek Helio G85 প্রসেসর। থাকতে পারে 4GB ও 6 GB RAM ভ্যারিয়েন্টস। এবং 64GB ও 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টস।
মনে করা হচ্ছে Samsung Galaxy M32 এর বেস ভ্যারিয়েন্টসের দাম থাকবে 15,000 টাকার নিচেই। Samsung Galaxy M32 লঞ্চ হবে আগামীকাল অর্থাৎ 21 জুন দুপুর বারোটায়। সম্প্রচারিত হবে স্যামসাংয়ের অফিশিয়াল YouTube Channel-এ।