গত এপ্রিল মাসেই রিয়েলমির তরফ থেকে মাধব সেঠ মজা করে বলেছিলেন যে তারা শীঘ্রই রিয়েলমির Meow Book ল্যাপটপ নিয়ে আসতে চলেছে। তার সেই মশকরা সত্যি হয়ে গিয়েছিল আগামীকালই। একটি ল্যাপটপের ছবি পোস্ট করে তিনি হিন্টস দিয়েছিলেন রিয়েলমির ল্যাপটপ আসতে চলেছে শীঘ্রই। আর আজ আমরা সেই ল্যাপটপের ঝলক দেখতে পেয়ে গেলাম। লিক হয়ে গেল সেই ল্যাপটপের ছবি।
Realme Book নামে ল্যাপটপ নিয়ে আসছে রিয়েলমি
আজকেই অ্যান্ড্রয়েড অথরিটি (Android Authority)-র তরফ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে আমরা রিয়েলমি বুকের (Realme Book) ডিজাইন দেখতে পাচ্ছি। সিলভার কালারের একটি ল্যাপটপ শেয়ার করা হয়েছে তাদের তরফ থেকে। এবং তার উপরে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমির ব্র্যান্ডিং।
ল্যাপটপটিকে দেখে প্রথমেই আপনি যদি রিয়েলমির ব্র্যান্ডিং এর প্রতি নজর না দেন, তাহলে মনে হবে এটা অ্যাপেলের ম্যাকবুক (MacBook)। সম্পূর্ণভাবেই ডিজাইন অ্যাপেলের ম্যাকবুকের দ্বারা অনুপ্রাণিত বলেই মনে হচ্ছে।
তার সাথে এই ল্যাপটপের উল্টো দিকের ছবিও শেয়ার করা হয়েছে। যেখানে আমরা দুই দিকে দুটো স্পিকার গ্রিলসও দেখতে পাচ্ছি।মনে করা হচ্ছে এটা আসতে চলেছে 3:2 এসপেক্ট রেসিওর সাথে। সাথে থাকবে সুপার থিন ব্রেজেলস। আর রিয়েলমি বুক আসবে অ্যালুমিনিয়াম বডি নিয়ে। নিঃসন্দেহে দেখতেও খুব সুন্দর লাগছে এই ল্যাপটপ।
জেনেনিন : Facebook এর Smart Watch-এ থাকবে পাগল করে ফিচার্স, উঠে আসছে অজানা তথ্য
এই ল্যাপটপ আসতে পারে USB Type-C চার্জিং সাপোর্ট এর সাথে। এগুলি ছাড়া এখনও পর্যন্ত রিয়েলমির তরফ থেকে অফিশিয়ালি কোনরকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি এই ল্যাপটপ সম্পর্কে।
এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি এই ল্যাপটপ কত দাম হতে পারে। কিন্তু বাজারের অন্যান্য ল্যাপটপের সাথে যে রীতিমতো টক্কর দেবে এই ল্যাপটপ সেটা বোঝাই যাচ্ছে।
আসছে Realme Pad
এছাড়াও ল্যাপটপের সাথে সাথে রিয়েলমি মনে করা হচ্ছে নিয়ে আসছে তাদের ট্যাবলেট। যার নাম তারা দিয়েছে রিয়েলমি প্যাড (Realme Pad)। Android Authority এই Realme Pad এর বিষয়েও একটি ছবি পোস্ট করেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি প্যাড লেখা রয়েছে এক জায়ান্ট স্ক্রিনে। মনে করা হচ্ছে আগামী ইভেন্টেই রিয়েলমি বুক ল্যাপটপের সাথে রিয়েলমি প্যাড কেও লঞ্চ করে দেওয়া হবে।
তবে এই Realme Pad-এর স্পেসিফিকেশন্স সম্পর্কে এখনও পর্যন্ত কোনো রকম তথ্য জানতে পারা যায়নি। কবে এই দুটো প্রডাক্ট লঞ্চ হবে সে সম্পর্কিত এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। মনে করা হচ্ছে জুন মাসের 15 তারিখে রিলিজ হতে চলেছে Realme GT 5G। আর এই Realme Book ও Realme Pad তার সাথেই হয়তো লঞ্চ করে দেওয়া হবে।
Image Credit : Android Authority