Realme-র সাব ব্র্যান্ড Dizo লঞ্চ করে দিল Dizo Watch 2 এবং Dizo Watch Pro, রয়েছে দুর্দান্ত ফিচারস, এক নজরে দেখে নেওয়া যাক এর স্পেসিফিকেশন্স এবং দাম

Dizo Watch 2 Dizo Watch Pro
Dizo Watch 2 and Dizo Watch Pro (Image : Dizo)

ভারতে Realme Dizo একের পর এক প্রোডাক্ট লঞ্চ করে চলেছে। এবার তারা লঞ্চ করে দিল Dizo Watch 2 এবং Dizo Watch Pro নামে দুটি স্মার্টওয়াচ। দুর্দান্ত সমস্ত ফিচারস পাওয়া যাবে এই দুটো স্মার্টওয়াচ এর মধ্যে। পাওয়া যাবে SPO2 ও 24X7 হার্ট রেট মনিটরিং এর সুবিধাও। জেনে নেওয়া যাক এই স্মার্টওয়াচ দুটির সমস্ত স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট সমস্ত কিছু বিস্তারিত ভাবে।  

Dizo Watch 2 স্পেসিফিকেশন্স

Dizo Watch 2-এর মধ্যে রয়েছে 1.69 ইঞ্চির ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে। এর পিক ব্রাইটনেস 600nits। ব্যবহার করা হয়েছে 2.5D গ্লাস প্রটেকশন। এই স্মার্টওয়াচকে নিজের পছন্দ মতো করে সাজিয়ে তুলতে পারা যাবে 100 ওয়াচ ফেস ব্যবহার করে। 

Dizo জানাচ্ছে এর মধ্যে রয়েছে 15 টি স্পোর্টস মোডস। যার মধ্যে ওয়াকিং থেকে শুরু করে সাইক্লিং, রানিং, বস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, অফ, য়োগা ইত্যাদি সমস্ত কিছুই ট্রাকিং এর সুবিধা পাওয়া যাবে। তাই আপনি যদি একজন ফিটনেস এনথুজিয়াস্ট হন এই ওয়াচটি আপনার জন্য দারুণ কাজে লাগবে। এছাড়াও হার্টবিট মনিটরিং, SPO2 মনিটরিং, ক্যালোরি কাউন্টার, স্টেপ কাউন্টার এর মত ফিচারগুলো তো থাকছেই।

জেনে নিন : শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে iQOO Z5 স্মার্টফোন, প্রকাশিত হল এমনই চাঞ্চল্যকর তথ্য, একনজরে জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

এই স্মার্টওয়াচটি 5ATM ওয়াটার রেসিস্টেনটের সুবিধা প্রদান করবে। আর তার সাথে ডিজে ক্লেইম করছে দশদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে সিঙ্গেল চার্জ দিয়ে। সমস্তটাই সম্ভব হচ্ছে 260mAh-এর ব্যাটারির জন্য। 

Dizo Watch Pro স্পেসিফিকেশন্স

Dizo Watch Pro-এর মধ্যে রয়েছে 1.75 ইঞ্চির HD স্ক্রিন। এর ব্রাইটনেস 600nits এর। এর মধ্যে রানিং থেকে শুরু করে সাইক্লিং, হাইকিং, ওয়াকিং, বাস্কেটবল, ক্রিকেট, ইয়োগা ইত্যাদির মতো 90 টি স্পোর্টস মোডস এর সুবিধা পাওয়া যাবে। 

এর আগের স্মার্টওয়াচের মতোই এর মধ্যে SPO2 মনিটরিং এবং 24×7 হার্টবিট মনিটরিংয়ের সুবিধা থাকছে। থাকছে স্লীপ ট্রাকিং এর সুবিধা। প্রয়োজন হলে এই স্মার্ট ওয়াচ ব্যবহার করেই নোটিফিকেশন চেক করে নিতে পারবেন। পারে যাবে স্মার্টফোন করে নিতে, সাথে থাকছে মিউজিক কন্ট্রোলের ব্যবস্থাও।  

জেনে নিন : সাবধান! 19000 এর বেশি Apps লিক করে দিচ্ছে আমাদের গোপন তথ্য, উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য, এইভাবে সচেতন থাকুন

এখানেই শেষ নয়। এর মধ্যে রয়েছে 390mAh-এর ব্যাটারি এবং Dizo ক্লেইম করছে 14 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে এই স্মার্টওয়াচ সিঙ্গেল চার্জে।আর এই Dizo Watch Pro IP68 সার্টিফাইড ওয়াটার রেসিস্টেনটের সুবিধা এনে দিয়েছে। ফলে জলে ভিজলেও তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। 

Dizo Watch 2 এবং Dizo Watch Pro দাম এবং সেল ডেট

এইতো গেল স্মার্টওয়াচ দুটির সমস্ত স্পেসিফিকেশন্স। এবার আমরা দেখে নেবো স্মার্টওয়াচ দুটির দাম এবং সেল ডেট সম্পর্কে বিস্তারিত ভাবে। Dizo Watch 2 এর দাম রাখা হয়েছে 1,999 টাকা। স্পেশাল লঞ্চ প্রাইস হিসাবে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে 1,999 টাকায়। পাওয়া যাবে চারটি কালারের সাথে। সেগুলি হল- Classic Black, Ivory White, Golden Pink ও Silver Grey। 

তারি সাথে Dizo Watch Pro-এর দাম রাখা হয়েছে 4,999 টাকা। তবে এই স্মার্টওয়াচটি লঞ্চ প্রাইস হিসাবে পাওয়া যাবে 4,499 টাকায়। এই অফার পাওয়া যাবে শুধুমাত্র প্রথম সেলের জন্য। এই স্মার্টওয়াচটি পাওয়া যাবে Black ও Space Blue কালারে। আর দুটো স্মার্টওয়াচেরই বিক্রি শুরু হবে সেপ্টেম্বরের 22 তারিখ থেকে। বিক্রি হবে ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে। 

সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।