সাবধান! 19000 এর বেশি Apps লিক করে দিচ্ছে আমাদের গোপন তথ্য, উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য, এইভাবে সচেতন থাকুন

দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ এপ্লিকেশন আমরা ডাউনলোড করে নিই গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের সংখ্যাও কম নয়। ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখেই একের পর এক নতুন নতুন এপ্লিকেশন আসছে। আর আমরাও খুব বেশি চিন্তা ভাবনা না করেই সেই এপ্লিকেশন গুলোকে ডাউনলোড করে ব্যাবহার করে চলেছি।

19,000 এর বেশি Apps লিক করে দিচ্ছে আমাদের গোপন তথ্য

কিন্তু এবার এক অত্যন্ত ভীতিপ্রদ খবর নিয়ে চলে এসেছে Avast Threat Labs। তারা জানতে পেরেছেন প্রায়ই 19,300 এর মত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কোন না কোনভাবে আমাদের তথ্য এক্সপোজ করে চলেছে। আর সেই তথ্য অত্যন্ত পার্সোনাল। তার মধ্যে যেমন আমাদের নাম, লোকেশন রয়েছে। তেমনই তার সাথে রয়েছে আমাদের পাসওয়ার্ড থেকে শুরু করে আরো অনেক সেনসিটিভ ইনফরমেশনও।

নিঃসন্দেহে এর জন্য মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের সকলেরই। তাই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে আমাদেরকে সচেতন হতে হবে। আর অবশ্যই কিছু সচেতন মূলক পদক্ষেপ আমাদের মেনে চলতে হবে। 

কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় সচেতন থাকবেন? 

1। প্রথমেই আপনাকে জানাবো গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে ভালোভাবে দেখে নিন সেই অ্যাপ্লিকেশনের কি কাজ। আর তারই সাথে সেই অ্যাপ্লিকেশন প্রকৃতপক্ষেই অরিজিনাল কিনা সেটাও যাচাই করে নিতে ভুলবেন না। 

দেখে নিন তার মধ্যে কোন বানান ভুল রয়েছে কিনা বা লোগোতে কোন রকম সমস্যা রয়েছে কিনা। কোন রকম সমস্যা থাকলে সেটা যে অফিশিয়াল অ্যাপ্লিকেশন নয় তা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। 

জেনেনিন : অন্যের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ দেন? সাবধান হয়ে যান, এইভাবে নিঃস্ব হয়ে যেতে পারেন

2। অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ডাউনলোড করলে আপনাকে পুরস্কার দেওয়া হবে এমন টোপ দেওয়া থাকে। দয়া করে সেই ধরনের অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকুন। খুব সমস্যা হলে অবশ্যই কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে সেই অ্যাপ্লিকেশন এর রেটিং দেখুন এবং তার সাথে ইউজারদের রিভিউ (Review) দেখে নিতে ভুলবেন না। এর ফলে কোন ইউজার যদি সেই অ্যাপ্লিকেশন থেকে সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনিও সাবধান হয়ে যেতে পারবেন। 

3। অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর সে অ্যাপ্লিকেশন কি পারমিশন চেয়ে নিচ্ছে আপনার কাছ থেকে সেটা খেয়াল রাখুন। অ্যাপ্লিকেশনের কাজ এক কিন্তু পারমিশন চেয়ে নিচ্ছে অন্য, তাহলে সেই অ্যাপ্লিকেশন আনইন্সটল করে দিন। 

4। আপনার স্মার্টফোনের সফটওয়্যার সবসময় আপডেটেড রাখুন। ফলে অনেক সময় এই ধরনের বিপদ থেকে বেঁচে যাওয়া যাবে। 

অবশ্যই আর্টিকেলটি কি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে সচেতন করে দিন এই বিষয়ে। এরকমই লেটেস্ট টেক আপডেট সবার আগে সবার প্রথম পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।