লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M52 5G স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

আরও এক অসাধারণ স্মার্টফোন ভারতে আসতে চলেছে। অবশেষে South Korean স্মার্টফোন নির্মাতা সংস্থা Samsung ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের নতুন Samsung Galaxy M52 5G স্মার্টফোন। ইতিমধ্যে স্মার্টফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন্স এবং দাম আমরা জানতে পেরেছি। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু।

Samsung Galaxy M52 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 2,400 X 1,080 Pixels রেজুলিউশন বিশিষ্ট 6.7-Inch FHD+ Super AMOLED Display। একই সাথে আপনি পাবেন 120Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনের মধ্যে রয়েছে Qualcomm Octa-Core Snapdragon 778G SoC। এই 5G স্মার্টফোনটি Android 11 One UI 3.1 দ্বারা পরিচালিত হতে চলেছে। 

এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে Triple-Camera Setup। যার মধ্যে থাকছে 64MP Primary Sensor, 12MP Ultra-Wide-Sensor এবং 5MP Depth Camera। এছাড়াও সেলফি এবং ভিডিও তোলার জন্য রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। এখানেই শেষ নয় স্মার্টফোনের মধ্যে থাকছে 5000 mAh অসাধারণ ব্যাটারি।

জেনে নিন : Crack Resistant Display, ECG-র সুবিধা সহ লঞ্চ হয়ে গেল Apple Watch Series 7, জেনেনিন এর স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট

আরও পাবেন Dual-SIM Support, Wi-Fi 802.11 b/g/n/ac, 4G VoLTE, 5G, GPS, Bluetooth v5.1, GPS, 3.5mm Audio Jack, এবং USB Type-C পোর্ট। স্টোরেজ হিসাবে থাকতে পারে 6GB/8GB RAM এবং 128GB অভ্যন্তরীণ স্টোরেজ।

সম্ভাব্য দাম কত হতে চলেছে?

সংস্থার তরফ থেকে স্মার্টফোনটির দাম জানানো হয়নি। তবে যেহেতু এর আগে Galaxy M51 দাম আমাদের দেশে 24,999 নির্ধারিত হয়েছিল। তাই আমরা অনুমান করতে পারি Samsung Galaxy M52 5G স্মার্টফোনের সম্ভাব্য দাম হতে পারে 25,000 টাকার কাছাকাছি। তবে এর সঠিক দাম আমরা লঞ্চের পরেই জানতে পারবো।

লঞ্চ Date কবে রাখা হয়েছে?

স্মার্টফোনটি লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। আগামী 19 সেপ্টেম্বর ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। 

ডিভাইসটি লঞ্চের পর গ্রাহকরা এটি Amazon সাইটের মাধ্যমে কিনে নিতে পারবেন। কি ভাবছেন আপনি Samsung সংস্থার এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা আমাদের জানাতে ভুলবেন না।