লঞ্চ হয়ে গেল Motorola E20 স্মার্টফোন, জেনেনিন ফিচারস এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সম্প্রতি Motorola একটি নতুন  স্মার্টফোন ঘোষণা করেছে। কোম্পানির E-সিরিজের সর্বশেষ স্মার্টফোন হিসাবে ইউরোপে লঞ্চ হয়ে গেল Motorola E20 স্মার্টফোন। ইতিমধ্যেই আমরা স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং দাম জানতে পেরেছি। 

Motorola Moto E20 স্পেসিফিকেশন কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে HD+ 720 x 1600 Pixel রেজোলিউশন বিশিষ্ট 6.5-Inch IPS LCD Display। স্মার্টফোনটিতে রয়েছে Unisoc T606 Processor প্রসেসর। এই ডিভাইসটি 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সম্পন্ন। একই সাথে আপনি microSD Card ব্যবহারের সুবিধাও পেয়ে যাবেন।

স্মার্টফোনের মধ্যে ব্যাটারি হিসেবে আপনি পেয়ে যাবেন 4000mAh ব্যাটারি এবং 10W চার্জিং সাপোর্ট। এটিতে ব্যবহৃত হয়েছে USB Type-C পোর্ট। জানা গেছে স্মার্টফোনটি Google Android 11 Go Edition ওপর ভিত্তি করে পরিচালিত হবে। এছাড়াও পাবেন IP52 Splash Resistance-এর সুবিধাও। 

এরই পাশাপাশি স্মার্টফোনটিতে রয়েছে LED Flash যুক্ত Dual-Camera Setup। যার মধ্যে ইনক্লুড রয়েছে 13MP Primary Camera Sensor এবং 2MP Depth Sensor। একই সাথে পেয়ে যাবেন Dew-Drop Notch Cutout 5MP সেলফি তোলার সুযোগ। সিকিউরিটি ফিচার্স হিসেবে পাবেন Rear-Mounted Fingerprint Scanner।

জেনে নিন : সাংঘাতিক দাম কমে গেল iPhone 12 সিরিজের, মিস করবেন না

Motorola Moto E20 দাম কত রাখা হয়েছে?

ইউরোপে স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্ট অপশনে উপলব্ধ রয়েছে যার মধ্যে পাবেন Blue এবং Grey কালার। এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে €100 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 8,7000 টাকা। 

ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি লঞ্চ করার বিষয়ে সংস্থার তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি শেয়ার করা হয়নি। তবে আমরা আশা করতে পারি যে, এই বছরের শেষের দিকেই ভারতে লঞ্চ হতে পারে স্মার্টফোনটি। কেমন লাগলো আপনার এই Motorola E20 স্মার্টফোন? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না।