ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় কি করছিলেন পৃথিবীবাসী? উত্তর শুনে মুচকি হাসছেন সকলেই!

people all over the world flocked to this website during facebook outage

মাত্র কয়েক দিন আগেই ঘটনা। ফেসবুক (Facebook) ডাউন ছিল প্রায় 6 ঘন্টা ধরে। আর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করছিল ফেসবুক ডাউন। শুধুমাত্র ফেসবুকই নয়। তার সাথে সাথে হোয়াটস্যাপ, মেসেঞ্জারের মত ফেসবুকের অন্যান্য প্ল্যাটফর্ম গুলোও কাজ করছিলনা। এমন পরিস্থিতিতে বিশ্বের জনপ্রিয় প*র্ন ওয়েবসাইট প*র্নহাবে ট্রাফিকের পরিমাণ বেড়েছে লাফিয়ে লাফিয়ে। লক্ষ লক্ষ ইউজার মনোরঞ্জনের জন্য ভিড় করেছেন সেখানে।

লক্ষ লক্ষ ইউজার মনোরঞ্জনের জন্য ভিড় করেছেন সেখানে

মাত্র কয়েকদিন আগেই প্রায় ছয় ঘণ্টার জন্য বন্ধ ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার। আর এক সমীক্ষা থেকে জানা যাচ্ছে এই সময়ে প*র্নহাবে ট্রাফিক 10.5% বেড়ে গেছে অন্যান্য দিনের তুলনায়! অর্থাৎ জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং প্লাটফর্ম গুলি বন্ধ থাকায় সবাই ঢুকেছেন প*র্ন ওয়েবসাইটে। আর এই ঘটনায় প*র্নহাব পেয়েছে পাঁচ লাখের ওপর অ্যাডিশনাল ইউজার। যা এক কথায় অবিশাস্য হলেও সত্যি। 

জেনেনিন : Jio ইউজারদের 2 দিন আনলিমিটেড ডেটা এক্সটেনশন প্যাক দিয়ে ক্ষত মেরামতের চেষ্টা রিলায়েন্স জিওর, আপনিও পেয়ে যেতে পারেন এই সুবিধা

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি টুইট করেছে প*র্নহাব। এই ওয়েব সাইটের জনপ্রিয়তা নিয়ে নতুন কিছু বলার নেই। আর এই জনপ্রিয়তার জন্যই 2021 সালের জুন পর্যন্ত বিশ্বের সর্বাধিক ভিজিট করা প্রথম দশটি ওয়েবসাইটের মধ্যে জায়গা করে নিয়েছে এই অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইটটি। তাই স্বাভাবিক ভাবেই এই ঘটনায় অবাক নন অনেকেই।

প্রসঙ্গত উল্লেখ্য, এই মাসের প্রথমেই ফেসবুকের এই আউটেজ তাদের অন্যান্য আউটেজের তুলনায় সর্বাধিক। তড়িঘড়ি এর সমাধান নিয়ে এলেও সেই সমস্যা এখনো পিছু ছাড়েনি ফেসবুকের। আগামীকালই বেশ কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটেছিল তাদের সার্ভিস। 

সমস্ত ঘটনায় ক্ষমা চেয়ে নিয়েছে ফেসবুক তাদের ইউজারদের কাছে। শুধুমাত্র প*র্নহাবই নয়, ফেসবুকের এই সমস্যায় লাভ হয়েছে টেলিগ্রামের মতো প্লাটফর্মেরও। তারও বিপুল পরিমাণ ইউজার লাভ করেছে সেই দিন। 

এই দীর্ঘ সময় ধরে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে গুলি বন্ধ থাকায় সেদিন আপনি কি করেছেন? অবশ্যই জানাবেন। এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।