Jio ইউজারদের 2 দিন আনলিমিটেড ডেটা এক্সটেনশন প্যাক দিয়ে ক্ষত মেরামতের চেষ্টা রিলায়েন্স জিওর, আপনিও পেয়ে যেতে পারেন এই সুবিধা

reliance jio ShresthoTech

মাত্র গতকালই হঠাৎ করেই সারা দেশ জুড়ে জিও (Reliance Jio) ইউজারদের সমস্যায় পড়তে হচ্ছিল। সমস্যা হচ্ছিল তাদের কল করতে আবার কোন কোন ক্ষেত্রে ইন্টারনেটের সাথে কানেক্ট করতেও। এবার জিও উঠে পড়ে নেমেছে সেই ক্ষত মেরামতে। যে সমস্ত ইউজাররা এই সমস্যার সম্মুখীন হয়েছেন রিলায়েন্স জিও তাদেরকে দুদিনের আনলিমিটেড ডেটা এক্সটেনশন প্যাক প্রদান করেছে।

অর্থাৎ এই প্যাকেজে আপনি 2 দিন আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। যদি আপনিও রিলায়েন্স জিও এই আউটেজ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনিও এই প্যাকটি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। 

কিভাবে এই প্যাকটি পাবেন? 

রিলায়েন্স জিও (Reliance Jio) আলাদা কোনো রকম পদ্ধতি রাখেনি যেখানে আপনি এপ্লাই করতে পারবেন এই প্যাকটি পাওয়ার জন্য। আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অর্থাৎ আপনারও জিও কানেকশন যদি ডাউন থাকে এই সমস্যার জন্য তাহলে অটোমেটিক আপনাকে এই প্যাকটি দিয়ে দেওয়া হবে।  এবং এই প্যাকটির ভ্যালিডিটি থাকবে আপনার বর্তমান প্যাকের ভ্যালিডিটি অনুযায়ীই।  

জেনেনিন : কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ! Facebook-এর বিশ্বজুড়ে শাটডাউনে অভাবনীয় লাভ করল Telegram

প্রসঙ্গত উল্লেখ্য, গত কালই হঠাৎ করেই সারা দেশজুড়ে বেশকিছু জিও ইউজার কমপ্লেইন করতে থাকেন তাদের জিও নেটওয়ার্কের সমস্যার ব্যাপারে। এবং এই বিষয়ে রিলায়েন্স জিও অফিশিয়ালি কোনরকম ঘোষণা করল না করলেও একজন ইউজারের কমপ্লেইনে তারা জানান সেই নির্দিষ্ট সার্কেলে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আর তার পরই রিলায়েন্স জিওর কাছ থেকে উঠে এলো এই তথ্য। আপনি যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে রিলায়েন্স জিওর এই কম্পেন্সেশন প্যাক আপনিও পেয়ে গেছেন অবশ্যই।