Byju’s সাময়িক ভাবে সরিয়ে দিল শাহরুখ খানের অ্যাডভার্টাইজমেন্ট, বিতর্ক এড়াতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে

2017 সাল থেকেই EdTech প্লাটফর্ম Byju’s-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন শাহরুখ খান। এতদিন ধরে তাকে দেখতে পাওয়া বাইজুস এর সমস্ত রকম প্রমোশনে। দেখতে পাওয়া যেত নানান অ্যাডভার্টাইজমেন্ট এর মধ্যেও। মনে করা হচ্ছে প্রতি বছর 3 কোটি থেকে 4 কোটি টাকা পেতেন তিনি এই কাজের জন্য। এবার শাহরুখ খানেরই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের উপর টেম্পোরারি স্থগিতাদেশ জারি করেছে বাইজুস। কারণ তার ছেলে আরিয়ান খানের আটক। 

Byju’s সাময়িক ভাবে সরিয়ে দিল শাহরুখ খানের অ্যাডভার্টাইজমেন্ট

ঘটনার সূত্রপাত হয় মুম্বাইয়ের কর্দেলিয়া ক্রুসি শিপে তার ছেলে আরিয়ান খানের গ্রেপ্তার হওয়ার পর থেকেই। উঠে আসে ড্রাগের তথ্যও। এমনকি মুম্বাই কোর্ট শুক্রবার রিজেক্ট করে দেয় তার বেলের জন্য করা আপিলও। 

এই পরিস্থিতিতে শাহরুখ খানকে দিয়ে এমন এক এডুকেশনাল প্লাটফর্মের ভিডিও প্রমোশন করাতে রীতিমতো সোশ্যাল মিডিয়া সমালোচনা সহ্য করতে হতে থাকে বাইজুস কে। সেই সমালোচনা যাতে আর দীর্ঘায়িত না হয় সেই জন্যই আর কোনরকম রিস্ক না নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা এমনটাই মনে করা হচ্ছে। 

জেনেনিন : 1,899 টাকার Wipro Smart Bulb কিনেনিন মাত্র 99 টাকায়, এই পদ্ধতি ফলো করে, মিস করবেন না

IASN এর সূত্র ধরে জানা যাচ্ছে কোনরকম বিতর্কে এড়াতে বাইজুস শাহরুখ খান এর সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট সাময়িকভাবে বন্ধ রেখেছে। তবে এই বন্ধ রাখা সাময়িক ভাবে নাকি পার্মানেন্ট সে সম্পর্কে এখনো কোনো রকম খবর পাওয়া যায়নি। বাইজুস ভারতীয় এডু টেক প্লাটফর্মে এক অতি গুরুত্বপূর্ণ নাম। Chan Zuckerberg Initiative, Naspers, Silver Lake-এর মত আরও অনেক বিখ্যাত ইনভেস্টররা রয়েছেন এই প্লাটফর্মের সাথে যুক্ত। এই পরিস্থিতিতে তাই বাইজুসের এই সিদ্ধান্তে অবাক নয় অনেকেই।