Flipkart-এ iPhone 12 অর্ডার করে পেলেন সাবান! আবার ফ্লিপকার্টেরই এক সুবিধা বাঁচিয়ে দিল তাকে, জেনেনিন কিভাবে আপনিও সাবধান থাকবেন!

man gets soap bar instead of iphone 12 on flipkart big billion days sale

দিনবদলের সাথে সাথে অনলাইন শপিং এর পরিমাণ যত বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে লোক ঠকানোর পরিমাণও। অনলাইন শপিং এর ক্ষেত্রে এক প্রোডাক্ট অর্ডার করে সম্পূর্ণ অন্য প্রোডাক্ট পাওয়ার ঘটনা এখন আর নতুন নয়। তবে এই ঘটনা কেই এখন অন্য মাত্রায় নিয়ে চলে গেল সদ্য ঘটে যাওয়া এক ঘটনা। অতিসম্প্রতি ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেস সেলে এক ব্যক্তি iPhone 12 অর্ডার করেছিলেন। তার পরিবর্তে তাকে দেওয়া হয় এক জোড়া সাবান। 

iPhone 12 অর্ডার করে পেলেন সাবান, হতবাক সকলেই 

এর আগেও আইফোন (iPhone) অর্ডার করে অ্যাপেল জুস পেয়েছিলেন চীনের একজন। এবার ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেস সেলে আইফোন টুয়েলভ অর্ডার করে পেলেন দুটো সাবান। এমনটাই জানা যাচ্ছে গিজমো চাইনা থেকে পাওয়া এক তথ্য অনুযায়ী। যে ব্যক্তির সাথে এই ঘটনাটা হয়েছে তার নাম সিমরানপাল সিং।

জানা যাচ্ছে তিনি একটি iPhone 12 অর্ডার করেছিলেন। যার দাম ছিল 51,999 টাকা। তবে ওপেন বক্স ডেলিভারি হওয়ার কারণে প্রোডাক্ট হাতে পাওয়ার পর তিনি দেখতে পেয়ে যান তার মধ্যে iPhone 12 এর পরিবর্তে রয়েছে দুটো সাবান। আর তখনই তিনি ডেলিভারি ওটিপি দিতে অস্বীকার করেন ডেলিভারি এজেন্টকে। অর্থাৎ সেই ডেলিভারি তখন সাকসেসফুল হয় না।

আর পরবর্তীকালে ফ্লিপকার্টের সাথে তিনি যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে বলা হয় ডেলিভারি এজেন্টকে কোনরকম ওটিপি না দিতে। পরবর্তীকালে তারা সেই অর্ডার ক্যানসেল করে দেন। ওপেন বক্স ডেলিভারি হওয়ার কারণে এত দামি প্রোডাক্ট নিয়ে এক্ষেত্রে থেকে যাওয়ার হাত থেকে বেঁচে যান সিমরানপাল সিং। 

কি এই ওপেন বক্স ডেলিভারি? 

সংক্ষেপে বলা যায় ওপেন বক্স ডেলিভারি হল ফ্লিপকার্টের এমন একটি সার্ভিস, যেখানে প্রোডাক্ট ডেলিভারি করার সময় সেই প্রোডাক্ট খুলে আপনাকে দেখিয়ে দেওয়া হয় উইসমাস্টারের পক্ষ থেকেই। অর্থাৎ প্রোডাক্টটি ডেলিভারি নেওয়ার আগে প্রোডাক্ট এর বাইরের বক্স খুলে ও ভিতরে ব্র্যান্ড প্যাকেজিং খুলেও মেইন প্রোডাক্টটি কে দেখিয়ে দেওয়া হয়। তবে তার জন্য আলাদা করে চেক-আউট এর সময় এই সার্ভিসটিতে সিলেক্ট করে নিতে হবে আপনাকে। 

তবে একটা খবর জেনে রাখুন এই সার্ভিস সমস্ত জায়গায় অ্যাভেলেবেল নেই। এখনও পর্যন্ত দেশের সিলেক্টেড কয়েকটি পিনকোড এই সার্ভিস এভেলেবেল রয়েছে। আর সেই পিন কোড গুলো রয়েছে ভোপাল, ভুবনেশ্বর এবং চণ্ডীগড়ে। আপনি যদি এই সমস্ত জায়গার অধিবাসী হয়ে থাকেন তাহলে অর্ডার সামারি পেজেই এই ওপেন বক্স ডেলিভারি সিলেক্ট করার অপশন দেওয়া থাকবে।

জেনেনিন : সাবধান! WhatsApp-এ এই কাজ গুলি করলেই ব্যান করে দেওয়া হবে আপনাকে, এখুনি জেনেনিন আর সচেতন থাকুন

বিনামূল্যে এই সুবিধা ব্যবহার করতে পারবেন এই সমস্ত জায়গার অধিবাসীরা। নিঃসন্দেহে খুবই সুবিধাজনক এবং খুবই প্রয়োজনীয় এই ওপেন বক্স ডেলিভারি ফিচারটি। এর জন্যই সন্দীপপাল সিং রক্ষা পেয়েছেন বিরাট ক্ষতির হাত থেকে। 

এমন ঠকে যাওয়ার হাত থেকে আপনি কিভাবে সাবধান থাকবেন?

1। অনলাইনে এইরকম ভাবে ঠকে যাওয়ার হাত থেকে সাবধান থাকার জন্য সব সময় সচেতন থাকতে হবে আপনাকে। যদি আপনার এলাকায় ওপেন বক্স ডেলিভারি অপশন এভেলেবেল থাকে তাহলে দামী জিনিস কেনার ক্ষেত্রে এই সুবিধা আপনি উপলব্ধ করতে পারেন।

2। এছাড়াও প্রোডাক্ট অর্ডার করার আগে ভালো করে সেলার সম্পর্কে রিভিউ এবং তার রেটিং দেখে নিতে ভুলবেন না। শুধুমাত্র ভালো রেটিং যুক্ত সেলারদের কাছ থেকেই এই ধরনের দামি প্রোডাক্ট কেনার চেষ্টা করুন। 

3। প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার সময় ভালো করে খুঁটিয়ে দেখে নিন প্যাকেজে কোন রকম সমস্যা রয়েছে কিনা। যদি প্যাকেজ কাটা বা ছেঁড়া দেখতে পান তৎক্ষণাৎ ডেলিভারি এজেন্ট এর দৃষ্টিগোচরে আনুন সেই ব্যাপারটি।  

4। প্রোডাক্ট অর্ডার করার আগে সেই প্রোডাক্টটি রিটার্ন বা রিপ্লেসমেন্ট এর সুবিধা রয়েছে কিনা সেটাও জেনে নিতে ভুলবেন না। প্রোডাক্ট হাতে পাওয়ার পর আনবক্সিং এর সময় পারলে ভালো করে একটা ভিডিও করে রাখুন। পরবর্তীকালে কোন রকম সমস্যায় পড়লে এই ভিডিও আপনাকে অনেকটাই বাঁচিয়ে দেবে। 

জেনেনিন : ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় কি করছিলেন পৃথিবীবাসী? উত্তর শুনে মুচকি হাসছেন সকলেই!

অবশ্যই আর্টিকেল টিকে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরকেও সচেতন করে দিন। এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।