ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন? দেখেনিন 15,000 টাকার মধ্যে এই অসাধারণ স্মার্টফোন গুলি

Best Smartphone Under 15000 Rupees
Best Smartphone Under 15,000 Rupees (প্রতীকী ছবি )

স্মার্টফোন কেনার কথা ভাবলেই আমরা ভাবতে থাকি কোন স্মার্টফোনটি আমাদের জন্য বেস্ট হবে। তাই আজকের আর্টিকেলে আমরা মিড রেঞ্জের বেশ কিছু অসাধারণ স্মার্টফোনের নাম আপনাদের জানাবো। একই সাথে জেনে নেবো তাদের স্পেসিফিকেশন্স এবং দামের ব্যাপারেও। সুবিধার জন্যই আমরা এখানে শুধুমাত্র 15,000 টাকার মধ্যের স্মার্টফোনের ব্যাপারে জানানো হবে। 

15,000 টাকার মধ্যে এই স্মার্টফোন গুলি দারুন

আপনি যদি 15,000 টাকার মধ্যে স্মার্টফোন কেনার কথা ভাবে তাহলে এই স্মার্টফোন গুলি মিস করবেন না। দেখেনিন সেগুলি- 

Redmi Note 10S 

এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে 6.43 Inch FULL HD+ Super AMOLED Display। একই সাথে পাবেন MediaTek Helio G95 Processor। এছাড়াও থাকছে 64MP+8MP+2MP+2MP Quad Camera সেটআপ। এরই সাথে রয়েছে 5000mAh এর ব্যাটারি। স্মার্টফোনের 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট বর্তমানে পেয়ে যাবেন 13,999 টাকাতে।

POCO M3 Pro 5G

স্মার্টফোনটিতে আপনি পাবেন 6.5-Inch FHD+ LCD DotDisplay। একই সাথে পাবেন 90Hz Refresh Rate। স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন MediaTek Dimensity 700 SoC। এটিতে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জার। ফ্লিপকার্ট প্ল্যাটফর্মে এর 4GB+64GB দাম 14,499 টাকা।

জেনেনিন : এবার Infinix নিয়ে চলে এল তাদের প্রথম ল্যাপটপ, নাম Infinix InBook X1

Realme Narzo 30 5G 

স্মার্টফোনটিতে থাকছে 6.5-Inch FHD+ LCD Display। একই সাথে পেয়ে যাবেন MediaTek Dimensity 700 5G Chipset। স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। যার মধ্যে পাবেন 48MP+2MP+2MP ক্যামেরা এবং 16 MP ফ্রন্ট ক্যামেরা। আরও রয়েছে 5,000mAh Battery। বর্তমানে ফ্লিপকার্টে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে 14,999 টাকাতে।

Samsung Galaxy M32

এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.4-Inch FULL HD+Display। এছাড়াও পাবেন MediaTek Helio G80 Processor। আরও থাকছে 64MP+8MP+2MP+2MP সেটাআপে কোয়াড ক্যামেরা এবং 20 MP ফ্রন্ট ক্যামেরা। একই সাথে এটিতে পাবেন 6000mAh ব্যাটারি। এর 4GB+64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,990 টাকা। 

Moto G40 Fusion

ডিসপ্লে হিসাবে স্মার্টফোনের মধ্যে থাকছে 6.8-Inch FHD+ LCD Display। স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 732G SoC। একই সঙ্গে রয়েছে 6000mAh এর ব্যাটারি ব্যাকআপ এবং 20W ফাস্ট চার্জিং সুবিধা। Moto G40 Fusion স্মার্টফোনটির 4GB+64GB স্টোরেজ ভেরিয়েন্টের  দাম বর্তমানে 14,499 টাকা। 

জেনেনিন : Flipkart-এ iPhone 12 অর্ডার করে পেলেন সাবান! আবার ফ্লিপকার্টেরই এক সুবিধা বাঁচিয়ে দিল তাকে, জেনেনিন কিভাবে আপনিও সাবধান থাকবেন!

এই মুহূর্তে আপনি যদি 15,000 টাকার মধ্যে ভালো স্মার্টফোন কেনার কথা ভাবেন তাহলে এই স্মার্টফোন গুলি অবশ্যই আপনার জন্য দারুন হবে।  এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।