সাবধান! WhatsApp-এ এই কাজ গুলি করলেই ব্যান করে দেওয়া হবে আপনাকে, এখুনি জেনেনিন আর সচেতন থাকুন

WhatsApp Banned Reason What to Do

হোয়াটসঅ্যাপ (WhatsApp) এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চলি। কিন্তু বিশেষ কিছু ভুলের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয় প্রায়ই। আজকে এই সমস্ত সাংঘাতিক ভুলের কথায় জানানো হবে আপনাকে। এই ভুল গুলো একদমই করবেন না। তাহলে আপনার হোয়াটস্যাপ একাউন্ট ব্যান করে দেওয়া হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজ গুলো করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়। 

WhatsApp-এ এই কাজ গুলি করলেই ব্যান করে দেওয়া হবে আপনাকে

1। প্রথমত স্প্যামিং এর কথা বলব। আপনি যদি অচেনা অজানা নাম্বারে অত্যধিক রকমের মেসেজ পাঠাতে থাকেন, প্রমোট করতে থাকেন কোন অপ্রয়োজনীয়’ প্রোডাক্ট। অথবা তাদের অনুমতি ছাড়াই ব্রডকাস্ট করতে থাকেন যে কোন ধরনের তথ্য, তাহলে হোয়াটসঅ্যাপ আপনাকে ব্যান করে দেবে খুব তাড়াতাড়িই। তাই এই ধরনের স্প্যামিং সংক্রান্ত কোনো কাজ যদি আপনি আপনার হোয়াটস্যাপ একাউন্টে করে থাকেন, সচেতন হয়ে যান। এমন কাজ করা বন্ধ করে দিন।

2। দ্বিতীয় যে বিষয়ের জন্য বেশিরভাগ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তা হচ্ছে হোয়াটসঅ্যাপের কোন থার্ড পার্টি অথবা মড ভার্সন ব্যবহার করা। এই বিষয়ে সচেতনতা অত্যন্ত রকমের জরুরি। আমরা প্রায়ই গুগল প্লে স্টোরে দেখতে পাই জিবি হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ প্লাস বা হোয়াটসঅ্যাপ মোড এর মত অ্যাপ্লিকেশন গুলো। এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো হোয়াটসঅ্যাপ সার্টিফাইড নয়।

যদিও এগুলোতে অনেক সুবিধা পাওয়া যায়। কিন্তু এগুলি ব্যবহার করলে আপনার সিকিউরিটি সংক্রান্ত চূড়ান্ত সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। তাই এই ধরনের থার্ড পার্টি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা বন্ধ করে দিন। যদি না বন্ধ করেন তাহলে হোয়াটসঅ্যাপ থেকে আপনার অ্যাকাউন্ট কে ব্যান করে দেওয়া হবে। 

3। কারোর অনুমতি ছাড়া কাউকেই কোনো গরুপে ড করবেন না। এই ধরণের কাজ WhatsApp এর পলিসি ভায়োলেট করে। সেক্ষেত্রে অনেকেই আপনার WhatsApp Account-এ Report করতে পারেন। সেক্ষেত্রে ব্যান করে দেওয়া হতে পারে আপনার একাউন্ট। 

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হলে কি করবেন?

এই বিষয়ে ভালোভাবে জেনে নিন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হয় তাহলে সেই অ্যাকাউন্ট ফিরিয়ে আনা প্রায় মুশকিল বলা যায়। যদি আপনার একাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয় তাহলে কয়েকদিন পর থেকে আবার অ্যাকাউন্ট সাভাবিক হয়ে যাবে। কিন্তু ব্যান করে দিলে সেটা হওয়ার নয়।

জেনেনিন : iPhone 12-এর সাথে পেয়ে যাবেন AirPods সম্পূর্ণ বিনামূল্যে, রয়েছে আরও মাথা খারাপ করা অফার

যদিও হোয়াটসঅ্যাপ ব্যান অ্যাপিল এর ব্যবস্থার উপর কাজ করে যাচ্ছে। কিন্তু এখনও এই অ্যাপিল সংক্রান্ত কোনো রকম আপডেট হোয়াটসঅ্যাপ এর কাছ থেকে অফিশিয়ালি পাওয়া যায়নি। তাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি উপরিউক্ত কাজ গুলো হোয়াটসঅ্যাপে করা বন্ধ করে দিন।

এছাড়াও শেষ সম্বল হিসাবে যদি আপনি মনে করেন আপনার WhatsApp একাউন্ট ভুল করে ব্যান করে দেওয়া হয়েছে তাহলে আপনি WhatsApp এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তা করার জন্য WhatsApp একাউন্ট ওপেন করে নিন। তারপর Three Dots Menu তে ক্লিক করুন। সেখান থেকে Settings এ যান। তার মধ্যে Contact Us অপশনের মধ্যে আপনার সমস্যা ভালো করে লিখে জানান WhatsApp-কে। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।