আমরা এখন প্রতিমুহূর্তে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করে থাকি। ভিডিও কল করা হোক বা অডিও কল। তারই সাথে Message, ফটো/ভিডিও সমস্ত কিছু শেয়ার করা বা মনের ভাব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এর মাধ্যমে পোস্ট করা। সমস্ত কিছু করতে WhatsApp-এর জুড়ি মেলা ভার।
কিন্তু এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন এর মধ্যেই খুব সামান্য কিছু ভুল যদি আপনি করে ফেলেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কে ব্যান করে দেওয়া হবে। এমনটাই জানাচ্ছে হোয়াটসঅ্যাপ। অবশ্যই জেনে নিন আর সচেতন হয়ে যান।
এই কাজটি করলে ব্যান করে দেওয়া হবে আপনার হোয়াটস্যাপ একাউন্ট
হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন কাজ করতে বিভিন্ন ধরনের ফিচার্স পেয়ে থাকি। আর প্রতিনিয়ত একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। কিন্তু তবুও কিছু কিছু ফিচার সাধারণ হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা পাই না। যেমন অটো রিপ্লাই, রিপ্লাই শিডিউল এর মত ফিচার গুলো।
দুঃখের ব্যাপার হল এই যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে এই ফিচার গুলো এখনও নিয়ে আসা হয়নি। সেই জন্যই এই ফিচার্স পাওয়ার ইচ্ছায় অনেকেই আনঅফিসিয়াল হোয়াটসঅ্যাপের দিকে ঝুঁকে পড়েন। তার মধ্যে হোয়াটসঅ্যাপ প্লাস (WhatsApp Plus) অনেকে ব্যবহার করেন। অথবা অনেকে আবার জিবি হোয়াটসঅ্যাপ (GB WhatsApp) ব্যবহার এর দিকে মগ্ন হয়ে যান।
অনেকে তাদের এই অফিশিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে সমস্ত চ্যাট মুভ করে নেন এই ধরনের ফেক হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে। আর সমস্যার সূত্রপাত হয় এখানেই। হোয়াটসঅ্যাপ বারবার জানিয়েছে এই ধরনের আনঅফিশিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করলে আপনাকে ব্যান করে দেওয়া হবে।
জেনেনিন : অচেনা WhatsApp Group-এ জয়েন হওয়া থেকে কিভাবে বাঁচবেন? এখুনি জেনেনিন
তবে শুধুমাত্র ব্যান করে দেওয়ার ব্যাপারে থেমে থাকছে না সমস্যাটা। এই সমস্ত আনঅফিশিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করলে যেকোনো সময় আপনার সমস্ত তথ্য লিক হয়ে যেতে পারে। হ্যাক হয়ে যেতে পারে আপনার স্মার্টফোন। এমনকি আপনার গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও চলে যেতে পারে হ্যাকারদের কবলে।
তাই কখনোই এই কাজটি করবেন না। অফিশিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন কেই ব্যবহার করুন। আনঅফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন গুলোতে যতই সুবিধা পাওয়া যাক না কেন, সেগুলো কখনোই সিকিওর হয় না। আর এই কাজ যদি আপনি করেও থাকেন দ্রুত সেই Unofficial WhatsApp Account ডিলিট করে দিন। তা না হলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ ব্যান করে দেওয়া হবে।
অবশ্যই খবরটিকে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এবং তাদেরকেও সচেতন করে দিন ও বিপদ থেকে বাঁচান। এরকম গুরুত্বপূর্ণ টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।