হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করতে গিয়ে আমাদের নানান সময় নানান ধরনের সমস্যায় পড়তে হয়। তার মধ্যে অন্যতম হল অনেক অচেনা লোকজন আমাদের অচেনা গ্রুপে জয়েন করিয়ে দেয়। এমনকি আমাদের নাম্বার যেকোন জায়গা থেকে কালেক্ট করলেই এই কাজটা করে ফেলতে পারেন তারা। ব্যাপারটা রীতিমতো বিরক্তিকর হয়ে যায় কোন কোন সময়। আপনি যদি এই সমস্যায় ভোগেন তাহলে চিন্তার কোন কারণ নেই।
অচেনা WhatsApp Group-এ জয়েন হওয়া থেকে কিভাবে বাঁচবেন?
আজকের আর্টিকেলে সুন্দর একটি ট্রিক্স সম্পর্কে আপনাকে জানাবো যার সাহায্যে অজানা অচেনা কেউ আপনাকে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাতে পারবে না।
1। এই সুবিধাটি উপলব্ধ করার জন্য আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন টিকে প্রথমে ওপেন (Open) করে নিন।
2। তারপরে ডান দিকে একদম কোনায় থ্রি ডটস মেনু (Three Dots Menu) রয়েছে তার উপর ট্যাপ করুন।
3। তারপর ট্যাপ করুন সেটিংস (Settings) এর উপরে। সেটিংস এর মধ্যে চলে যান একাউন্ট (Account) এর মধ্যে। তারপর সিলেক্ট করেনিন প্রাইভেসিকে (Privacy)।
4। তারপরে গ্রুপস (Groups) অপশন টিকে বেছে নিন। এরপর আপনি গ্রুপের জন্য প্রাইভেসি সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন বাইডিফল্ট এরমধ্যে এভরিওয়ান (Everyone) করে দেওয়া আছে। অর্থাৎ এই অবস্থায় আপনার নাম্বার যে কোন কেও পেলেই আপনাকে যে কোন গ্রুপে এড করতে পারবে।
জেনেনিন : কিভাবে Computer বা Laptop থেকে WhatsApp Voice এবং Video Call করবেন? অবশ্যই জেনেনিন
সেখানে দেখুন মাই কন্টাক্টস (My Contacts) এবং মাই কন্টাক্ট এক্সেপ্ট (My Contacts Except) অপশন রয়েছে। মাই কন্টাক্ট যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার স্মার্টফোনের যে কন্টাক্টস গুলো সেভ হয়েছে শুধুমাত্র তারাই আপনাকে যে কোন গ্রুপে এড করতে পারবেন। মাই কন্টাক্টস এক্সেপ্ট অপশন সিলেক্ট করে আপনি আপনার কন্টাক্ট এর মধ্যেও কিছু জনকে বাদ দিয়ে এই সেটিংস অন করে রাখতে পারবেন।
ব্যাস। আপনার পছন্দ মত সেটিংস বেছে নিন আর সেভ করে দিন। এবার দেখুন আর সেই ঝামেলায় আপনাকে পড়তে হবে না। আপনিও অযথা হয়রানির শিকার হওয়া থেকেও বাঁচবেন।