5000mAh ব্যাটারি, Qualcomm Snapdragon 662 Chipset সহ লঞ্চ হয়ে গেল Vivo Y20T স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম

Vivo Y20T
Vivo Y20T Launched Today (Image : VIVO)

স্মার্টফোন নির্মাতা Vivo ভারতের বাজারে তাদের Y সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল। RAM 2.0 সাপোর্ট সহ লঞ্চ হয়ে গেলো Vivo Y20T স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে আপনি পাবেন 7GB পর্যন্ত RAM বাড়িয়ে নেওয়ার সুবিধা। চলুন জেনে নেওয়া যাক এর স্পেসিফিকেশন্স এবং দাম সম্পর্কে সমস্ত কিছু। 

Vivo Y20T স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 720p রেজুলিউশন বিশিষ্ট 6.51-Inch Halo FullView Display। একই সাথে স্মার্টফোনের মধ্যে থাকছে Qualcomm Snapdragon 662 Chipset যা 6GB RAM দ্বারা যুক্ত। এছাড়াও আপনি প্রয়োজনে 1GB অতিরিক্ত RAM ব্যবহারের সুবিধা পাবেন। সিকিউরিটি ফিচার হিসাবে  রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এরই পাশাপাশি থাকছে 13-Megapixel Primary Camera, 2-Megapixel Bokeh Lens এবং 2-Megapixel Macro Lens। একই সাথে পাবেন 8-Megapixel সেলফি ক্যামেরা। পাবেন Aura Screen Light & Portrait Mode-এর সুবিধা। আরও রয়েছে 4G VoLTE, Dual-Band Wi-Fi, Bluetooth 5.0, GPS, Micro-USB পোর্ট।

ব্যাটারি হিসাবে পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং এর সুবিধা। একই সাথে রয়েছে রিভার্স চার্জিং এর সুবিধাও। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে AI ব্যবহার করে আপনি 20 ঘন্টা অবধি HD ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। একই সাথে সম্পূর্ণ ফুল চার্জ নিয়ে 8 ঘন্টা পর্যন্ত গেমিং উপভোগ করতে পারবেন। 

জেনেনিন : Flipkart-এ iPhone 12 অর্ডার করে পেলেন সাবান! আবার ফ্লিপকার্টেরই এক সুবিধা বাঁচিয়ে দিল তাকে, জেনেনিন কিভাবে আপনিও সাবধান থাকবেন!

জানা গেছে স্মার্টফোনটি Android 11 ও Funtouch OS 11.1 উপর ভিত্তি করে পরিচালিত হবে। এছাড়াও গেমিংয়ের ক্ষেত্রে ইনক্লুড থাকছে Multi Turbo 5.0, Ultra Game Mode, Esports Mode, 4D Game Vibration, Game Picture-in-Picture মতো কিছু অসাধারণ ফিচারস। 

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটি আপনি দুটি কালার অপশন পেয়ে যাবেন যার মধ্যে রয়েছে Obsidian Black এবং Purist Blue। ভারতের বাজারে 6GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 15,490 টাকা। 

গ্রাহকরা এটি Vivo India E-store, Amazon India, Flipkart, Paytm, Bajaj Finserv EMI Store এবং বিভিন্ন রিটেলার স্টোর থেকে কিনে নিতে পারবেন। স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে আপনি পেতে পারেন ক্যাশব্যাক এবং No Cost EMI সুবিধা। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোন? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে