ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম একটি নতুন ফিচার চালু করেছে যা লকডাউনের সময় স্থানীয় ও খুচরা ব্যবসায়িকদের সহায়তা করবে।
এই ফিচারটির মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যেই খাবারের অর্ডার দেওয়া সুযোগ করে দিচ্ছে ইনস্টাগ্রাম।
এই কোভিড-19 মহামারীর সময় স্ট্রাগেল করা ফুড আউটলেটগুলিকে সহায়তা করার জন্য ফিচারটি সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আনা হয়।
ইনস্টাগ্রাম এখন এই ফিচারটি বিশ্বব্যাপী রোল আউট এর পরিকল্পনা করছে ।
যার অংশ হিসেবে এখনো UK অবধি এই ফিচারটি পৌঁছেছে।
এ ফিচারের মাধ্যমে খাদ্য খুব কম সময়ে ডেলিভারি সম্ভব হবে এবং লোকাল স্টোরগুলিকে ডিজিটাল স্টোরে রূপান্তর করাও সম্ভব হবে।
বলাবাহুল্য আমাজনও লোকাল স্টোরগুলির উন্নতির জন্য প্রচেষ্টা করছে।
অ্যামাজন এই প্রোগ্রামটির মাধ্যমে সারা ভারতের 100 এর বেশি নগরীর 5000 টিরও বেশি স্থানীয় দোকান এবং খুচরা বিক্রেতাদের আগামী 6 মাস সাহায্য করবে।
আরও জানুন : এবার গুগল মিট নিয়ে এলো নতুন আপডেট ! থাকছে ইন্টারেস্টিং সব ফিচার !
ইনস্টাগ্রাম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একজন ব্যবসায়ী বা রেস্তোঁরাগুলির মালিক তাদের প্রোফাইলে একটি নতুন অ্যাকশন Button পাবে বা তাদের ইনস্টাগ্রামের স্টোরিতে কোনও ফুড অর্ডার স্টিকার যুক্ত করা হবে।
ইনস্টাগ্রাম ইউসাররা এই Button টিতে ক্লিক করে ব্যবসায়ীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খাবার অর্ডার করতে পারবে।
ইনস্টাগ্রাম অনুরোধ করেছে যে সকল মানুষ যেন স্থানীয় ও খুচরা খাবার বিক্রেতাদের সমর্থন করে।
ভারতে ইতি মধ্যে ফুড ডেলিভারি কম্পানি গুলির মধ্যে প্রচণ্ড প্রতিযোগিতা।
তার উপর ইনস্টাগ্রাম তাদের এই সার্ভিস ভারতে লঞ্চ করলে তা কেমন চলে সেটাই এখন দেখার !