এবার গুগল মিট নিয়ে এলো নতুন আপডেট ! থাকছে ইন্টারেস্টিং সব ফিচার !

লকডাউন এর ফলে ভিডিও কলিং অ্যাপ্লিকেশনগুলোর চাহিদা চূড়ান্ত রকমের । আর এই চাহিদার ক্রমশ বেড়েই চলেছে । তেমনই বেড়ে চলেছে গুগল মিট এর চাহিদাও !

প্রত্যেকটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম গুলোই ভাল রকম ভাবে ইউজার বেস বাড়িয়ে ফেলছে এই সময়ে। 

আর তারা নিত্য নতুন আপডেট নিয়ে আসছে তাদের এই নতুন ইউজারদের খুশি রাখার জন্য। 

এর আগে গুগল ডুও বেশ কয়েকটি ইন্টারেস্টিং ফিচার এনেছিল !

তেমনই গুগল মিট নিয়ে এলো বেশ কয়েকটি ইন্টারেস্টিং আপডেট তাদের অ্যাপ্লিকেশনে । 

চলুন দেখে নেওয়া যাক এই ইন্টারেস্টিং আপডেট গুলো কি কি ?

নয়েজ ক্যান্সলেশন 

এর আগে ভিডিও কলিং এর সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ এসে খুব সমস্যা সৃষ্টি করত !

এবার নয়েজ ক্যান্সলেশন ফিচার যোগ করে গুগোল এই সমস্যা থেকে মুক্তি দিতে চাইছে তার ইউজারদের !

এই নতুন ফিচার ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেকটাই রিমুভ করে দেবে ! 

যার ফলে ভিডিও কলিং এ সুবিধা হবে ইউজার দের । 

প্রেজেন্ট এ ক্রোম ট্যাব ফিচার 

সম্পূর্ণ উইন্ডোটি দেখানোর পরিবর্তে এবার এই ফিচার নিয়ে আসছে এবার গুগল মিট !

যার সাহায্যে প্রয়োজনে আগের মতো সম্পূর্ণ উইন্ডো শেয়ার করতে হবে না ইউজারদের। 

এবার একটি মাত্র ক্রোম ট্যাবই শেয়ার করতে পারবেন তারা। 

আরও জানুন : সাবধান অনলাইনে রেডমির ফোন কিনতে গিয়ে এইভাবে ঠকে যেতে পারেন আপনিও ! অনলাইন ফ্রড থেকে কিভাবে বাঁচবেন ?

যা ইউজারদের এক্সপেরিয়েন্স কে আরো মসৃণ করে তুলবে ! 

আরো বেশি পার্টিসিপেন্টস 

এতদিন পর্যন্ত একটি স্ক্রিনে মাত্র চারজন পার্টিসিপেন্টস কে দেখতে পাওয়া যেত।  

এবার সেটা বৃদ্ধি করে 16 জন পর্যন্ত করে ফেলল গুগল মিট। 

গুগল ইন্ডিকেট করেছে যে এটা ক্রমশ আপডেটের মাধ্যমে আরো নতুন পার্টিসিপেন্ট যোগ করার বিষয়ে চেষ্টা চালিয়ে যাবে তারা । 

লো লাইট মোড 

নতুন আপডেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে গুগল । যার সাহায্যে আলো কম থাকলেও খুব সুন্দর ভাবে ভিডিও কল করা যাবে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক লাইটিং মেন্টেন করবে। যা আরো স্মুথ ভিডিও কলিং এক্সপেরিয়েন্স দেবে ইউজারদের !

এই নতুন ফিচার গুলো নিঃস্বন্দেহে ইউজারদের অনেক সুবিধা দেবে।