বিশ্বে করোনা মহামারি চলাকালীন এই লকডাউন পরিস্থিতিতে গুগল লক্ষ্য করেছে যে Google Duo এর ব্যবহার প্রতিদিন বিপুল হারে বৃদ্ধি পেতে শুরু করেছে।
তাই গুগল এই নতুন চারটি ফিচার যুক্ত করে গুগল Duo কে ব্যবহারকারীদের কাছে আরো গ্রহণযোগ্য ও আকর্ষণীয় করে তুলতে চায় ।
কি কি নতুন ফিচার্স আসতে চলেছে Google Duo তে ?
চলুন জেনে নেওয়া যাক ।
AV1 Codec সাপোর্ট !
Google Duo হলো end-to-end encrypted। Duo AI ব্যবহার করে থাকে যাতে অডিও তে কোনোরকম বাধা সৃষ্টি না হয়।
Google Duo অনান্য ভিডিও কলিং অ্যাপসগুলো থেকে আলাদা কারণ এটি খুব কম Bandwidths তেও দুর্দান্ত পারফরম্যান্স দেয়।
এখন সংস্থাটি AV1 ভিডিও কোডেকটি নিয়ে কাজ করছে যাতে অ্যাপ্লিকেশনটিকে খুব কম Bandwidths এ আরও ভাল মানের ভিডিও কলিং পারফরম্যান্স দিতে পারে।
বিশেষ মুহূর্ত গুলির ছবি তোলা !
এই নতুন ফিচারটি Google Duo ইউজার দের জন্য খুবই আকর্ষণীয় হবে।
কারণ নতুন আপডেটে তারা তাদের স্পেসাল মোমেন্ট গুলির ছবি ভিডিও কল এর মাঝেই তুলে রাখতে পারবেন।
এটি সাধারণ Screenshot নেওয়ার মতো কাজ করবে যে তা নয়, এটি হবে সম্পূর্ণ আলাদা রকমের।স্ক্রিনশটের তুলনায় অনেক বেশি ফিচার এতে থাকবে বলেই মনে করা হচ্ছে।
ছবিতে ভিডিওকল করা দুজন ইউজারকেই পাশাপাশি বড় স্ক্রিনে দেখা যাবে।
গ্রুপ ভিডিও কলিং এর লিমিট বৃদ্ধি !
গুগোল কিছুদিন আগেই গ্রুপ ভিডিও কলিং এ পার্টিসিপেন্ট সংখ্যা ৮ থেকে বেরিয়ে ১২ করেছে। Google লক্ষ করেছে যে গ্রুপ ভিডিও কলিং করার প্রবণতা বাড়ছে আর অনেকেই ১২ জনের এই লিমিটটিকে আরো বাড়াতে অনুরোধ জানাচ্ছে।
তাই Google Duo এই কাজ শুরু করেছে।
পার্সোনাল মেসেজ পাঠানো ও ফোনে সেভ করে রাখা !
এই ফিচারটির অন্যতম বৈশিষ্ট্য এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পার্সোনাল মেসেজ পাঠাতে পারবেন এবং কারোর পাঠানো পারসোনাল মেসেজটি সেভ করে রাখতে পারবেন।
এই ম্যাসেজ গুলিতে ভিডিও এবং ভয়েস বার্তাগুলি ,পাশাপাশি ফটো, নোট এবং ডুডল উভয়ই গুগল Duo ব্যবহারকারী একে অপরকে পাঠাতে পারবেন।