করোনা ভাইরাস এর বিরুদ্ধে সচেতনতার লড়াইয়ে ভারতের মতো দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সোশ্যাল মিডিয়া। তাই এবার কেন্দ্র নিয়ে এলো কোভিড ইন্ডিয়া সেবা প্রকল্প ।
এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সব থেকে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। যা করতে টুইটার অগ্রণী ভূমিকা নিয়েছে।
তাই টুইটারের গুরুত্ব বিবেচনা করেই এবার মিনিষ্ট্রি অব হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার শুরু করেছেন নতুন এক প্রজেক্ট।
এর মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কিত আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবার আপনি।
এর জন্য ফলো করুন কোভিড ইন্ডিয়া সেবা এর অফিসিয়াল একাউন্ট কে টুইটারে।
কোভিড ইন্ডিয়া সেবা এর অফিসিয়াল একাউন্ট কে টুইটারে ফলো করতে ক্লিক করুন এখানে @CovidIndiaSeva !
আর করোনা ভাইরাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তাদের ট্যাগ করে টুইট করুন।
তাহলেই আপনি দ্রুত তার সঠিক উত্তর পেয়ে যাবেন।
দেশের জনগণের মধ্য সচেতনতা গড়ে তুলতে ও ফেক নিউজ আটকাতে এই উদ্যোগ প্রশংসনীয় !